সংযুক্ত আরব আমিরশাহীর বিমানসংস্থা ও একসময় জেট এয়ারওয়েজের পার্টনার এতিহাদ এয়ারওয়েজ এবং হিন্দুজা গ্রুপের জেটকে বাঁচানোর বিষয় বৈঠক করতেই দুবাই যাচ্ছিলেন গয়াল ৷ গত ১৭ এপ্রিল বন্ধ হয়েছে জেটের পরিষেবা ৷ দেশের অন্যতম ফুল সার্ভিস এই এয়ারলাইন্সের ভবিষ্যত কী, তা সবার কাছেই অন্ধকার ৷ সংস্থার অসংখ্য কর্মীরা তাঁদের চাকরি হারিয়েছেন ৷ এই অবস্থায় CNBC-TV 18-এর রিপোর্ট অনুযায়ী ইডি-র পক্ষ থেকে জেট এবং তাদের অন্যান্য সহযোগী সংস্থার অফিসে তদন্ত চালু রয়েছে ৷ এই অবস্থায় নরেশ গয়ালকে দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেননি মুম্বই বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ৷ ৬৯৩৮ কোটি টাকারও বেশি দেনায় জর্জরিত জেট এয়ারওয়েজ ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2019 10:02 PM IST