বিএমসি-র তরফে সমুদ্রের কাছে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২:৪৭ নাগাদ সমুদ্রে হাইটাইড আসতে চলেছে ৷ সেই সময় ৪.৫১ মিটার উঁচু টেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে ৷ সমুদ্র সৈকত ও তার আশপাশে মানুষজনকে যেতে নিষেধ করা হয়েছে।মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
advertisement
মুম্বইয়ে লাগাতার বৃষ্টির জেরে লোয়ার পারেল এলাকা জলে ডুবে গিয়েছে ৷ জলমগ্ন সান্তাক্রুজ, কোলাবা, বান্দ্রা, মীরা রোড, পারেল সহ বিস্তীর্ণ এলাকা।
মুম্বই লোকাল ট্রেনের ওয়েস্টার্ন লাইন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ হারবার লাইনে কুরলা আর ছত্রপতি শিবাজি টার্মিনাসের মধ্যেও ট্রেন চলাচল বন্ধ। ধীর গতিতে চলছে সেন্ট্রাল লাইন ৷ অতি ভারী বৃষ্টির আশঙ্কায় মঙ্গল এবং বুধবার শহরে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। শহরের ৮টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে ৷