TRENDING:

ভোটে দাঁড়াতে অখিলেশের কাছে ২ কোটি টাকা ধার নিলেন বাবা মুলায়ম!

Last Updated:

২কোটি ১৩ লক্ষ টাকা ছেলের কাছ থেকে ধার করেছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব! নির্বাচনের আগে হলফনামা জমা দিতে গিয়ে সামন এল এই খবরটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: ২কোটি ১৩ লক্ষ টাকা ছেলের কাছ থেকে ধার করেছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব! নির্বাচনের আগে হলফনামা জমা দিতে গিয়ে সামন এল এই খবরটি৷ এবারের মায়েনপুরি লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন সমাজবাদী পার্টির জনক৷ সোমবার মনোনয়নও জমা দিয়েছেন মুলায়ম৷ হলফনামা থেকে আরও জানা যায় যে মুলায়মের মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৫২ লক্ষ টাকা৷ যা গতবারের লোকসভায় উল্লেখ্য সম্পত্তির থেকে প্রায় ৩কোটি ২০লক্ষ টাকা কম৷ অর্থাৎ শুধু সম্মানে নয়, অর্থের টান পড়েছে উত্তরপ্রদেশের এই প্রভাবশালী নেতার৷ তাই তো ছেলের থেকে টাকা ধার নিয়ে লড়তে হচ্ছে নির্বাচন৷
advertisement

২০১৫র ২৪-এ সেপ্টেম্বর লখনউয়ের হাজারিগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয় মুলায়মের বিরুদ্ধে৷ আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের হয়৷ মামলাটি এখনও আদালতে ঝুলে রয়েছে৷

আরও পড়ুনজেনে নিন কংগ্রেসের চমক দেওয়া ইস্তেহারের পিছনে রয়েছেন কারা?

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

হলফনামা থেকে জানা গিয়েছে যে মুলায়ম ও তাঁর স্ত্রী সাধনা যাদবের বার্ষিক আয় ৩২লক্ষ টাকা ও ২৫লক্ষ টাকা৷ যার মধ্যে মুলায়মের স্ত্রীর মোট সম্পত্তি ৫ কোটি৷ নির্বাচন হলফনামায় জানানো হয়েছে যে মুলায়মের কোনও গাড়ি নেই৷ যদিও তাঁর স্ত্রী বিলাশবহুল গাড়ির অধিকারী৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভোটে দাঁড়াতে অখিলেশের কাছে ২ কোটি টাকা ধার নিলেন বাবা মুলায়ম!