TRENDING:

Mulayam Singh Yadav: প্রয়াত মুলায়ম সিং যাদব, ভারতীয় রাজনীতিতে আরও একটি যুগের অবসান

Last Updated:

গত ২ অক্টোবর তাঁকে আইসিইউ - তে স্থানান্তরিত করতে হয়। গতকাল থেকেই প্রবীণ নেতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুরুগ্রাম: প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ এ দিন সকালে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২৷ প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রয়াত মুলায়ম সিং যাদব৷
প্রয়াত মুলায়ম সিং যাদব৷
advertisement

গত ২২ অগাস্ট থেকে এই হাসাপাতালেই চিকিৎসাধীন ছিলেন মুলায়ম৷ গত ২ অক্টোবর তাঁকে আইসিইউ - তে স্থানান্তরিত করতে হয়। গতকাল থেকেই প্রবীণ নেতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ শেষ চেষ্টা হিসেবে জীবনদায়ী ওষুধও প্রয়োগ করেন চিকিৎসকরা৷ যদিও সব চেষ্টাই ব্যর্থ হয়৷ অনুগামীদের কাছে  নেতাজি' হিসেবে জনপ্রিয় মুলায়মের মৃত্যুর সঙ্গেই ভারতীয় রাজনীতিতে আরও একটি যুগের অবসান ঘটল!

advertisement

এ দিন সকালে মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব ট্যুইটারেই এই দুঃসংবাদ জানান৷ অখিলেশ লেখেন, 'আমার বাবা এবং সবার নেতা মুলায়ম সিং যাদব আর নেই৷'

advertisement

১৯৩৯ সালের ২২ নভেম্বর উত্তর প্রদেশের এটাওয়া জেলার সইফল গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন মুলায়ম সিং যাদব৷ বর্ণময় রাজনৈতিক জীবনে তিন বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি৷ আট বার উত্তর প্রদেশের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন মুলায়ম৷

মুলায়মের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন, 'জাতীয় এবং উত্তর প্রদেশের রাজনীতিতে নিজেকে স্বতন্ত্র ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন মুলায়ম সিং যাদবজি৷ জরুরি অবস্থার সময় তিনি গণতন্ত্রের অন্যতম প্রধান সৈনিক ছিলেন৷ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আরও শক্তিশালী ভারত তৈরির পক্ষে কাজ করেছিলেন তিনি৷ সংসদীয় রাজনীতিতে তাঁর অবদান ছিল দূর দৃষ্টিসম্পন্ন এবং জাতীয় স্বার্থের পক্ষে৷'

advertisement

মুলায়মকে মাটির কাছাকাছি থাকা একজন নেতা হিসেবেও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে তিনি লিখেছেন, মুলায়ম মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল ছিলেন৷ নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন মুলায়ম৷ পুরনো ছবি দিয়ে সেই স্মৃতিচারণাও করেছেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি লিখেছেন, 'তাঁর প্রয়াণে আমি ব্যথিত৷' মুলায়ম সিং যাদবের পরিবার এবং অনুগামীদেরও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: অগ্নিমূল্য বাজারে দর করে সবজি কিনলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দেখুন

সমাজবাদী পার্টি সূত্রে খবর, গুরুগ্রামের হাসপাতাল থেকে লখনউতে নিয়ে যাওয়া হবে মুলায়মের মরদেহ৷ সমাজবাদী পার্টির সদর দফতরেও তাঁর মরদেহ রাখা হবে৷ সম্ভবত মুলায়মের পৈতৃক গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ মুলায়মের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কংগ্রেসও৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

উত্তর প্রদেশে মুলায়মের জাতপাতের রাজনীতির নিজস্ব কৌশলে বার বারই সাফল্য পে্য়েছে সমাজবাদী পার্টি৷ এমন কি, প্রবল প্রতিপক্ষ মায়াবতীর বিএসপি-র সঙ্গে হাত মেলাতেও পিছপা হননি তিনি৷ একসময় দলের কর্তৃত্ব নিয়ে ছেলে অখিলেশের সঙ্গে তাঁর মতপার্থক্যের খবরও সামনে এসেছিল৷ শেষ পর্যন্ত দলের রাশ ছেলের হাতেই তুলে দেন মুলায়ম৷ গত বিধানসভা নির্বাচনের আগেও দাবি করেছিলেন, অখিলেশের নেতৃত্বেই বিজেপি-কে হারিয়ে ফের ক্ষমতায় ফিরবে সমাজবাদী পার্টি৷ যদিও মুলায়মের সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mulayam Singh Yadav: প্রয়াত মুলায়ম সিং যাদব, ভারতীয় রাজনীতিতে আরও একটি যুগের অবসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল