TRENDING:

Mukesh Ambani: 'আগামী কয়েক দশকের উন্নতির মঞ্চ গড়ে দিয়েছে জামনগর', কর্মীদের বার্তা মুকেশ আম্বানির

Last Updated:

শুক্রবার গুজরাতের জামনগর সাক্ষী থাকল এক সুন্দর সন্ধ্যার। এই জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি উপলক্ষে কর্মীদের উদ্দেশে বার্তা দেন রিলায়েন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর: শুক্রবার গুজরাতের জামনগর সাক্ষী থাকল এক সুন্দর সন্ধ্যার। এই জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি উপলক্ষে কর্মীদের উদ্দেশে বার্তা দেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। এই বক্তব্যে তিনি তুলে ধরেন জামনগর তাঁর তথা রিলায়েন্সের ঠিক কতটা কাছের। এই বার্তায় তিনি বলেন, “জামনগর শুধু সর্বশ্রেষ্ঠ তৈল শোধনাগার নয়। এখানে বিশ্বের সবথেকে বৃহৎ গিগা ফ্যাক্টরিও রয়েছে। এছাড়াও সর্ববৃহৎ সৌরশক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিকাঠামো জামনগরেই তৈরি হবে।” এছাড়াও তিনি আরও জানান, ডিজিটাল ফ্যাক্টরিও তৈরি হতে চলেছে জামনগরেই।
মুকেশ অম্বানি
মুকেশ অম্বানি
advertisement

তাঁর বার্তায় উঠে আসে রিলায়েন্স ফাউন্ডেশনের অন্যতম পরিবেশ রক্ষার স্তম্ভ হিসাবে পরিচিত ‘বনতারা’র কথাও। তিনি বলেন, “পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ বহু দশক ধরে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

advertisement

আরও পড়ুন: আবহাওয়ার চরম সতর্কবার্তা! ৩দিন ৪ রাজ্য কাঁপাবে মুষলধারে বৃষ্টি, কী হবে বাংলায়?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, জামনগর তৈল শোধনাগারের পথচলা শুরু হয় আজ থেকে পঁচিশ বছর আগে। ২৮ ডিসেম্বর ১৯৯৯ সালে। আর, ধীরে ধীরে এখন জামনগরই হয়ে উঠেছে তৈল শোধনাগারের মূলকেন্দ্র।

বাংলা খবর/ খবর/দেশ/
Mukesh Ambani: 'আগামী কয়েক দশকের উন্নতির মঞ্চ গড়ে দিয়েছে জামনগর', কর্মীদের বার্তা মুকেশ আম্বানির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল