TRENDING:

মোদিকে হত্যা করতে পারলেই ৫০ কোটি, পাক ফোনে ‘প্রস্তাব’

Last Updated:

মোদিকে হত্যা করতে পারলেই ৫০ কোটি, পাক ফোনে ‘প্রস্তাব’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করতে পারলেই মিলবে ৫০ কোটি টাকা পুরষ্কার ৷ আগামী ২৫ মে মুম্বইয়ে আসন্ন এক জনসভাতেই খতম করতে হবে নমোকে ৷ মধ্যপ্রদেশের সাতনা জেলার বাসিন্দা এক যুবকের কাছে এল এমনই এক ভয়াবহ প্রস্তাব ৷ শুধু তাই নয় অপরিচিত নম্বর থেকে আসা ওই ফোনে জানানো হয় মোদিকে হত্যাই নয়, তাদের দলে যোগ দিলে আরও টাকা দেওয়ারও প্রলোভন দেখানো হয় ৷
advertisement

প্রথমে এই ফোন কলটিকে মজা হিসেবে নিলেও পরে বাড়ির লোকের পরামর্শে পুলিশে রিপোর্ট করেন কুশল সোনি নামে ওই যুবক ৷ সুপারি কলটি আসে +৭৯৬৫১২১৯ নম্বর থেকে ৷ তদন্তে নেমে মধ্যপ্রদেশে পুলিশ জানতে পারেন নম্বরটি পাকিস্তানের কাজাখস্থান প্রদেশের ৷ এর পরই বিষয়টির গুরুত্ব বুঝে জানানো হয় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মোদিকে খুন করার পরিকল্পনার কথা সামনে আসায় বিষয়টি হাল্কা ভাবে নিতে চায় না পুলিশ ৷ উল্লেখ্য, কিছুদিন আগেই সাতনা জেলা থেকে দুই পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করে ভোপাল ATS ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মোদিকে হত্যা করতে পারলেই ৫০ কোটি, পাক ফোনে ‘প্রস্তাব’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল