এখনও সরকার টিকিয়ে রাখতে আত্মবিশ্বাসী কমলনাথ৷ তাঁর কথায়, 'মেয়াদ শেষ করবে কংগ্রেস সরকার৷ যোগাযোগ রাখছেন ২২ জন বিদ্রোহী বিধায়ক৷' ঘোড়া কেনা-বেচা ঠেকাতে গুরগাঁওয়ের আইটিসি গ্র্যান্ড ভারত রিসর্টে ১০৭ জন বিধায়ককে রেখেছে বিজেপি৷ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ জন বিধায়কই এখন বেঙ্গালুরুর রিসর্টে৷
মধ্যপ্রদেশের মন্ত্রী ও কমলনাথের ঘনিষ্ঠ বিধায়ক সজ্জন সিং ভার্মা জানিয়েছেন, আজই বেঙ্গালুরু পাড়ি দিচ্ছেন কমলনাথ৷ বিদ্রোহী বিধায়কদের বোঝানোর চেষ্টা করবেন তিনি৷ কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের কথায়, 'বেশির ভাগ বিধায়কই ফিরে আসবেন৷ ২২ জনের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে৷'
সূত্রের খবর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দু একদিনের মধ্যেই বিজেপি-তে যোগ দেবেন৷
ভোপালে মঙ্গলবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর মুখপাত্র শোভা ওঝা জানিয়েছেন, 'জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভায় প্রার্থী করার জন্যই বেশ কয়েকজন বিধায়ককে ভুল বুঝিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁরা কেউই জানতেন না, জ্যোতিরাদিত্য দল ছাড়ছেন৷ ওঁরা সকলেই মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷ আমাদের সরকার অত্যন্ত শক্তিশালী৷ আমরা আস্থাভোটেই আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব৷'