এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই বিজেপি বিধায়করা তীব্র চিত্কার করে আস্থা ভোটের দাবি জানাতে শুরু করেন৷ তুমুল হই হট্টগোল শুরু হয় মধ্যপ্রদেশ বিধানসভায়৷ তীব্র চেঁচামেচির মধ্যে স্পিকার জানিয়ে দেন, ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি।
advertisement
এ দিকে মধ্যপ্রদেশের ১৯ জন বিদ্রোহী বিধায়ক বেঙ্গালুরুর রিসর্টে রয়েছেন৷ করোনার আবহে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে রিসর্টে ঢুকল একটি মেডিক্যাল দল৷
মধ্যপ্রদেশের ক্ষমতায় বসতে যখন মরিয়া বিজেপি, তখন রবিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টেন্ডনের কাছে যান মুখ্যমন্ত্রী কমলনাথ৷ মধ্যপ্রদেশে আস্থা ভোট হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে৷ বিজেপি চাইছিল, দ্রুত আস্থা ভোট হোক৷ যদিও রাজ্যপালের কাছে গিয়ে কমলনাথ জানিয়ে আসেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তৈরি৷
রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের কাছে যান কমলনাথ৷ রাজ্যপাল কমলনাথকে চিঠি দিয়ে জানিয়েছেন, বিধানসভায় আস্থা ভোটের সময় বিধায়করা হাত তুলে সমর্থন করবেন৷ অন্য কোনও উপায়ে নয়৷
আজ অর্থাত্ সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ কংগ্রেস ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি-তে যাওয়ার সঙ্গে ২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন কংগ্রেসে৷
রবিবার মধ্যরাতে কমলনাথ জানান, 'রাজ্যপাল আমায় বলেছেন, সোমবার সকালে তিনি স্পিকারের সঙ্গে কথা বলবেন৷' তা হলে কি সোমবার আস্থাভোট হবে? কমলনাথ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার৷
ওদিকে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গুরগাঁওয়ে আইটিসি-র বিলাসবহুল হোটেলে বিধায়কদের রেখেছিল বিজেপি৷ তাঁদের রবিবার রাতেই ভোপালে নিয়ে চলেছে এসেছে বিজেপি৷