জব্বলপুরের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা জানিয়েছেন, দমো নাকা এলাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার দুপুরে আগুন লাগে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছে। তিনি আরও জানান, হাসপাতালে আটকে পড়া সব ব্যক্তিকেই বাইরে বের করে আনা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে টাস্কফোর্স গঠন করল কেন্দ্রীয় সরকার
আগুন লাগার ওই ঘটনাটির বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাসপাতাল থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে আসছে। হাসপাতাল থেকে দ্রুত বের করে আনা হচ্ছে রোগীদের।
আরও পড়ুন: সঞ্জয় রাউত প্রথম নন, গত কয়েকমাসে ইডির জালে বেশ কয়েকজন হেভিওয়েট
এনডিআরএফ-এর এক আধিকারিক জানান, '' আমাদের বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। আমরা গোটা হাসপাতাল তন্নতন্ন করে খুঁজে দেখেছি, সেখানে কেউ আটকা পড়ে নেই। হাসপাতালের প্রথম তল আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।''