মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গুনার কালেক্টর ও এসপিকে পুরো ঘটনার জরুরি ভিত্তিতে তদন্ত করতে বলেন। কংগ্রেসের তরফ থেকেও এই ঘটনার প্রতিবাদ করে, দোষীদের শাস্তি দাবি করা হয়। তবে জমি খালি করতে বলাতেই ঝামেলা শুরু করে ওই দম্পতি। এই জমি না থাকলে তাঁরা সর্বহারা হয়ে যাবে। তখনই প্রতিবাদ জানাতে কীটনাশক খায় তাঁরা।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি দেখে সকলেই নড়েচড়ে বসেছেন। এই ভিডিও দেখে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ট্যুইট করে বলেন, "দলিত দম্পতিকে নির্দয় ভাবে মারছে পুলিশ। এ কোন ধরণের জঙ্গলরাজ চলছে?" তিনি আর ও বলেছেন, "এটা যদি সরকারের জমি হয়ে থাকে, তবে আইনি ব্যবস্থা নিয়ে এই সমস্যার সমাধান করা যেত। তাই বলে এভাবে মারা কেন হবে?" এই ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2020 12:51 AM IST