TRENDING:

MP Assembly Election Result 2018: কংগ্রেসকে সমর্থন সপা-বসপার, সরকার গড়ার রাস্তা সাফ রাহুলের

Last Updated:

মায়াবতী এ দিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'কিছু ইস্যুতে আমাদের সঙ্গে কংগ্রেসের মেলে না৷ এটা ঠিক৷ কিন্ত‌ু বিজেপি-র উপর দেশের মানুষ বিরক্ত৷ বিশেষ করে দলিতদের প্রতি অবিচার করছে বিজেপি৷ রাজস্থানেও যদি দরকার পড়ে, আমরা কংগ্রেসের সঙ্গে আছি৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: মধ্যপ্রদেশে বিএসপি-র সমর্থন পেয়ে গেল কংগ্রেস৷ বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী জানিয়ে দিলেন, তাঁরা কংগ্রেসকে পূর্ণ সমর্থন করছেন৷ বললেন, 'একসঙ্গে সরকার গড়ব মধ্যপ্রদেশে৷ বিজেপি-কে রুখতেই কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি৷ কারণ, বিজেপি-র উপর মানুষ বিরক্ত৷ ভোটে তার ফল পেয়েছে৷'
advertisement

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের হাতে ১১৪টি আসন রয়েছে৷ মায়াবতীর বিএসপি ২টি আসন পেয়েছে৷ সরকার গড়ার জন্য দরকার ১১৬টি আসন৷ সে ক্ষেত্রে মায়াবতীর সমর্থন নিয়ে সরকার গড়ার পথে আর বাধা রইল না কংগ্রেসের৷

advertisement

মায়াবতী এ দিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'কিছু ইস্যুতে আমাদের সঙ্গে কংগ্রেসের মেলে না৷ এটা ঠিক৷ কিন্ত‌ু বিজেপি-র উপর দেশের মানুষ বিরক্ত৷ বিশেষ করে দলিতদের প্রতি অবিচার করছে বিজেপি৷ রাজস্থানেও যদি দরকার পড়ে, আমরা কংগ্রেসের সঙ্গে আছি৷'

advertisement

মায়াবতীর সমর্থনের কথা ঘোষণা করতেই রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করার আবেদন জানান মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ৷ সূত্রের খবর, কমলনাথকে রাজ্যপাল দুপুর ১২টায় সময় দিয়েছেন রাজভবনে৷

মধ্যপ্রদেশে ২০১৩ সালের থেকে ৫৬টি আসন বেশি৷ বিজেপি-র ঝুলিতে রয়েছে ১০৯টি আসন৷ ঘটনাবহুল মধ্যরাতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সরকার সগড়তে চেয়ে চিঠি আগেই পাঠান মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমল নাথ৷ যদিও রাজভবন থেকে জানানো হয়, অফিসিয়াল রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতেই হবে কংগ্রেসকে৷ এ দিন রাজ্যপালের সঙ্গে দেখা করবে বিজেপি-ও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

ইভিএম যুগে এত দীর্ঘ গণনা প্রক্রিয়া এর আগে দেখেনি ভারত৷ সারা রাত ধরে চলেছে গণনা৷ ম্যাজিক ফিগার থেকে ২টি আসন কম ছিল কংগ্রেসের৷ ছোট দলগুলির ঝুলিতে ৭টি আসন৷ রাতেই বিএসপি ইঙ্গিত দেয়, তাদের সমর্থন কংগ্রেসের দিকে রয়েছে৷ তাই মধ্যপ্রদেশে সরকার গড়ার তোড়জোড় শুরু করে দেয় রাহুল গান্ধির দল৷

বাংলা খবর/ খবর/দেশ/
MP Assembly Election Result 2018: কংগ্রেসকে সমর্থন সপা-বসপার, সরকার গড়ার রাস্তা সাফ রাহুলের