TRENDING:

গাড়ি নিয়ে রাস্তায় বেরোন ? জানেন আমূল বদলাচ্ছে নিয়ম

Last Updated:

লোকসভায় পাশ হওয়া মোটর ভেহিকল সংশোধনি বিলের ফলে যান চলাচলে আসতে চলেছে আমুল পরিবর্তন ৷ যদিও রাজ্যসভায় একাধিক বিরোধিদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে এই বিলকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভায় পাশ হওয়া মোটর ভেহিকল সংশোধনি বিলের ফলে যান চলাচলে আসতে চলেছে আমূল পরিবর্তন ৷  যদিও রাজ্যসভায় একাধিক বিরোধিদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে এই বিলকে ৷ এই বিলের ফলে যান চলাচলে রাজ্য সরকারগুলির নিয়ন্ত্রণ অনেক কমবে, তাই এই বিরোধিতা বলে মত বিশেষজ্ঞদের ৷ ট্রাফিক ব্যবস্থা সুরক্ষিত করতে এই নতুন আইন বদ্ধপরিকর ৷
advertisement

১) নতুন আইনে ড্রাইভিং লাইসেন্স ও যান নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড আবশ্যক ৷

২) পথ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে সরকারি ক্ষতিপূরণের অঙ্ক ২ লক্ষ করা হয়েছে, যা আগে ছিল ২৫ হাজার ৷

৩) নিবালকরা ট্রাফিক আইন ভাঙলে, তার খেশারত দিতে হবে অভিভাবকদের বা গাড়ি মালিককে ৷ তবে তাদের সম্পূর্ণ অজান্তে যদি এই ঘটনা ঘটে বা তারা যদি এই ট্রাফিক আইন ভাঙার থেকে আটকানোর চেষ্টা করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবে না ৷

advertisement

যে গাড়িতে এই ঘটনা ঘটবে, সেই গাড়ির রেজিস্টেশন বাতিল হতে পরে এবং শাস্তি পেতে পাবে নাবালকরা ৷

৪) দুর্ঘটনায় আহতদের যারা সাহায্য করবেন, তাদের কোন রকম হয়রানি করা হবে না ৷ তারা না চাইলে তাদের নাম প্রকাশ্য আনা হবে না ৷

৫) মদ খেয়ে গাড়ি চালানোর জরিমানা ২ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে ৷৬) বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে ৷

advertisement

৭) লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ৷

৮) বেশি গতিতে গাড়ি চালালে জরিমানার অঙ্ক ৪০০ থেকে বেড়ে ১ হাজার বা ২ হাজার টাকা হতে পারে ৷

৯) সিটবেল্ট না পরলে দিতে হতে পারে ১ হাজার টাকা ৷১০) গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বললে ৫ হাজার টাকা জরিমানা হতে পারে ৷

advertisement

১১) বিভিন্ন ধরণের অ্যাক্সিডেন্টেই মিলবে ইনসিওরেন্সের সুবিধা ৷

১২) বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য বিশেষভাবে তৈরি করতে হবে গাড়ি ৷

১৩) তবে যদি খারাপ রাস্তার ফলে দুর্ঘটনা ঘটে তাহলে রাস্তা তৈরির দায়িত্বে যারা ছিলেন তাদের ওপরই দায়িত্ব বর্তাবে ৷

১৪) পথ দুর্ঘটনার ক্ষেত্রে ৬ মাসের মধ্যে ক্ষতিপূরণের আবেদন জানাতে হবে ৷

advertisement

১৫) ড্রাইভিং লাইসেন্স একমাস নয়, এক বছরের মধ্যেই নবীকরণ করলেই হবে ৷

১৬) থার্ড পার্টি ইনসিওরেন্সের ক্ষেত্রে বাড়ানো হল টাকার অঙ্ক ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

১৭) যেই সব গাড়ির যন্ত্রাংশ প্রয়োজনের তুলনায় অসক্ষম, সেগুলি বাতিল করা হতে পারে ৷ বা প্রস্তুতকারক সংস্থাকে ৫০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গাড়ি নিয়ে রাস্তায় বেরোন ? জানেন আমূল বদলাচ্ছে নিয়ম