স্বামী জ্ঞানবতসল্য মোটিভেশনল স্পিকার হিসেবে পরিচিত৷ তাঁর কথা শুনতে হাজির ছিলেন অসংখ্য চিকিৎসক৷ অনুষ্ঠানের আগে তিনি শর্ত দিয়েছিলেন যে প্রথমের তিনটি সারিতে বসতে পারবেন না কোনও মহিলা৷ তা শুনে অনেকে মহিলা চিকিৎসক প্রতিবাদ করেন৷ পুরুষরাও তাদের সঙ্গে যোগদান করেন৷ তবে পরে তাদের বুঝিয়ে বিক্ষোভ মিটিয়ে ফেলা হয়৷ জানানো হয় প্রথম দু’টি সারি খালি রাখা হবে৷
advertisement
আরও পড়ুন লন্ডনের রাস্তায় ছুরি দিয়ে খুন আট মাসের গর্ভবতীকে, ঘটনাস্থলেই হল প্রসব
রবিবার যখন জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয় তখন দেখা যায় অন্য ছবি৷ কিছু মহিলা চিকিৎসক শুরু দিকে বসে ছিলেন৷ স্বামীজি মঞ্চে ওঠার আগে আবার ঘোষণা করা হয় মহিলাদের সামনে থেকে সরতে হব৷ কারণ হিসেবে গুরুজির পছন্দের কথা বলা হলে তাঁরা অসন্তুষ্ট হন৷ কিন্তু মেনে নেন গুরুজির আদেশ৷ তবে ততক্ষণে গুরুজি এলাকা ছেড়ে চলে যান৷ একজন অনুপ্ররণাদায়ক গুরুজির এমন আচরণে ক্ষুব্ধ অনেকে৷ স্বামী জ্ঞানবতসল্যের এমন পদক্ষেপে চারিদিকে নিন্দার ঝড়৷