খবর অনুযায়ি এই মহিলাক পরিবার করোনা ভাইরাসের (coronavirus) ভয়ে পরিবারের মোট ৫ জন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ এতে আত্মঘাতী হওয়া মহিলার মা ও ভাই সামিল রয়েছেন৷ তামিলনাড়ু পুলিশের বক্তব্য অনুযায়ি এতে ৩ মানুষের প্রাণ বাঁচানো গেলেও মৃতা ও শিশুর প্রাণ বাঁচানো যায়নি৷ মৃতার নাম জ্যোতিকা৷ তিনি নিজের স্বামীর সঙ্গে থাকেন না৷
advertisement
জ্যোতিকার বাবা-র নাম নাগরাজের ডিসেম্বরে মৃত্যু হয়েছে৷ এর ফলে পরিবারের আর্থিক চাপে রয়েছিল৷ উল্লেখ্য জ্যোতিকা ৮ জানুয়ারি করোনা ভাইরাসে (coronavirus) সংক্রমিত হয়েছে৷ এই খবর মৃতা তাঁর মাকে দিয়েছিলেন৷ তাতে পুরো পরিবারে আতঙ্ক তৈরি হয়৷ এরপরেই পুরো পরিবার বিষ পান করে নেয়৷
আরও পড়ুন - IPL 2022: ধোনিকে খোঁচা দিয়ে ট্যুইট কেকেআরের, পাল্টা উত্তর দিতে আসরে রবীন্দ্র জাদেজা
পড়শিরা পরের দিন এই বিষয়ে জানতে পারেন, তারাই পুলিশকে ঘটনার বিষয়ে জানান৷ পুলিশ তাড়াতাড়ি সমস্ত মানুষকে হাসপাতালে পৌঁছয়৷ সেখানে জ্যোতিকা ও তাঁর ছেলেকে বাঁচানো যায়নি৷ পুলিশের মত অনুযায়ি তারা মামলা দায়ের করে নিয়েছে৷ পুরো ঘটনার তদন্ত চলছে৷
আরও পড়ুন - IPL 2022: আইপিএল Venue নিয়ে জোর চিন্তায় BCCI, করোনার বাড়বাড়ন্তে ফের কি বিদেশেই টুর্নামেন্ট
ওদিকে তামিলনাড়ু (Tamilnadu) স্বাস্থ্য বিভাগ সাধারণ লোকেদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তাঁরা করোনা সংক্রমণ নিয়ে সচেতনতা বিষয় নিয়ে যেন ঘাবড়ে না যান৷ কোনও অনুচিত পদক্ষেপ না নেন৷ এই কারণে সংক্রমণের আশঙ্কা হয়, তাই করোনা ভাইরাস আক্রান্ত হে হাসাপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন৷ এই রোগের চিকিৎসা সম্ভব৷ তাড়াতাড়ি এই রোগের চিকিৎসা করিয়ে তাড়াতাড়ি সেরে উঠুন৷