TRENDING:

Coronavirus থেকে বাঁচতে বিষ খেয়ে আত্মহত্যা, তারপর...

Last Updated:

তামিলনাড়ু (Tamilnadu) করোনা ভাইরাসের (coronavirus) ভয়ে এক মা নিজের ৩ বছরের ছেলেকে বিষ (Poison) খাইয়ে দেন৷ আর পরিণতি চরম দুজনেই মারা গেলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদুরাই: তামিলনাড়ু (Tamilnadu) করোনা ভাইরাসের (coronavirus) ভয়ে এক মা নিজের ৩ বছরের ছেলেকে বিষ  (Poison) খাইয়ে দেন৷ আর পরিণতি চরম দুজনেই মারা গেলেন৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইতে৷ আত্মঘাতী মহিলার বয়স ২৩ বছর৷
mother son consume poison
mother son consume poison
advertisement

খবর অনুযায়ি এই মহিলাক পরিবার করোনা ভাইরাসের (coronavirus) ভয়ে পরিবারের মোট ৫ জন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ এতে আত্মঘাতী হওয়া মহিলার মা ও ভাই সামিল রয়েছেন৷ তামিলনাড়ু পুলিশের বক্তব্য অনুযায়ি এতে ৩ মানুষের প্রাণ বাঁচানো গেলেও মৃতা ও শিশুর প্রাণ বাঁচানো যায়নি৷ মৃতার নাম জ্যোতিকা৷ তিনি নিজের স্বামীর সঙ্গে থাকেন না৷

advertisement

জ্যোতিকার বাবা-র নাম নাগরাজের ডিসেম্বরে মৃত্যু হয়েছে৷ এর ফলে পরিবারের আর্থিক চাপে রয়েছিল৷ উল্লেখ্য জ্যোতিকা ৮ জানুয়ারি করোনা ভাইরাসে  (coronavirus) সংক্রমিত হয়েছে৷ এই খবর মৃতা তাঁর মাকে দিয়েছিলেন৷ তাতে পুরো পরিবারে আতঙ্ক তৈরি হয়৷ এরপরেই পুরো পরিবার বিষ পান করে নেয়৷

আরও পড়ুন - IPL 2022: ধোনিকে খোঁচা দিয়ে ট্যুইট কেকেআরের, পাল্টা উত্তর দিতে আসরে রবীন্দ্র জাদেজা

advertisement

পড়শিরা পরের দিন এই বিষয়ে জানতে পারেন, তারাই পুলিশকে ঘটনার বিষয়ে জানান৷ পুলিশ তাড়াতাড়ি সমস্ত মানুষকে হাসপাতালে পৌঁছয়৷ সেখানে জ্যোতিকা ও তাঁর ছেলেকে বাঁচানো যায়নি৷ পুলিশের মত অনুযায়ি তারা মামলা দায়ের করে নিয়েছে৷ পুরো ঘটনার তদন্ত চলছে৷

আরও পড়ুন - IPL 2022: আইপিএল Venue নিয়ে জোর চিন্তায় BCCI, করোনার বাড়বাড়ন্তে ফের কি বিদেশেই টুর্নামেন্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

ওদিকে তামিলনাড়ু (Tamilnadu)  স্বাস্থ্য বিভাগ সাধারণ লোকেদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তাঁরা করোনা সংক্রমণ নিয়ে সচেতনতা বিষয় নিয়ে যেন ঘাবড়ে না যান৷ কোনও অনুচিত পদক্ষেপ না নেন৷ এই কারণে সংক্রমণের আশঙ্কা হয়, তাই করোনা ভাইরাস আক্রান্ত হে হাসাপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন৷ এই রোগের চিকিৎসা সম্ভব৷ তাড়াতাড়ি এই রোগের চিকিৎসা করিয়ে তাড়াতাড়ি সেরে উঠুন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus থেকে বাঁচতে বিষ খেয়ে আত্মহত্যা, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল