ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মা কাঁদতে কাঁদতে বলছেন, ‘ছেলেকে বাড়ির জন্য মুদির দোকানের জিনিস কিনতে পাঠিয়েছিলাম। কিন্তু সে যখন ফিরল, দেখি নতুন বৌকে নিয়ে ফিরেছে।’
advertisement
কিন্তু কেন এমন করল ছেলে। ২৬ বছরের গুড্ডু জানিয়েছেন, ‘আমি সবিতাকে বিয়ে করেছি দু’মান আগে হরিদ্বারের আর্য সমাজ মন্দিকে। তখন সাক্ষীর অভাবে আমি ম্যারেজ সার্টিফিটেক পাইনি। মনে করেছিলাম ক’দিন পরে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসব। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ায় আর যেতে পারিনি। হরিদ্বার থেকে ফিরে দিল্লিতে একটি ভাড়া বাড়িতে সবিতা থাকতে শুরু করেন। কিন্তু লকডাউনের মধ্যেই সবিতার বাড়ির মালিক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। তাই সবিতাকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। ও মায়ের কাছেই থাকবে।’
যদিও ছেলের এই কাণ্ডর পর পুলিশে অভিযোগ করেছেন গুড্ডুর মা। পুলিশ আপাতত দিল্লিতে সবিতার বাড়ির মালিককে বলেছেন এই নববিবাহিত দম্পতিকে সেখানে থাকতে দিতে। লকডাউন উঠলে বাকি সমস্যার সমাধান করা হবে।