এখানেই শেষ নয়। এরপর মায়ের মৃতদেহ পাশের এক জমিতে গর্ত খুঁড়ে পুঁতে দেয় ছেলে। এই লোমহর্ষক ঘটনার সবিস্তার বর্ণনা সে নিজের বৌদিকেও বলে। পুরো ঘটনা শোনার পর ওই মহিলাও অজ্ঞান হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: স্বামী কাজে গেলেই সেজে উঠত স্ত্রী, বাড়ির পেছন দিয়ে আসত প্রেমিক, বেডরুমে চলত ‘হিসেব-নিকেশ!’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি। সিকান্দরপুর গ্রামের বাসিন্দা লখন বাই জাটব, ফসলের পাহারায় রাত কাটাচ্ছিলেন মাঠে। সে সময় তার ছেলে দয়াল, যিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন, তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে দয়াল তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর পাশের এক জমিতে গর্ত খুঁড়ে তাঁর মৃতদেহ পুঁতে রাখে।
advertisement
দেওরের মুখ থেকে শোনার পর মাথা ঘুরে যায় বৌদির। সে কী করে জানল? মদের নেশা কাটতেই দয়ালের নিজের কৃতকর্মের গুরুত্ব উপলব্ধি হয়। তখন সে নিজের বৌদির কাছে গিয়ে সব ঘটনা জানায়। দেওরের মুখ থেকে এমন লোমহর্ষক ঘটনা শুনে তিনি শিউরে ওঠেন এবং সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য সদস্য ও পুলিশকে খবর দেন। পরিবারের লোকজন ছুটে যান সেই খেতে, যেখানে লখন বাইকে পুঁতে রাখা হয়েছিল।
আরও পড়ুন: মুরগির মাংস রান্না না করার অপরাধ, স্বামীর থাপ্পড়ে প্রাণ হারালেন মহিলা…
পুলিশ এই হাড়হিম করে দেওয়া ঘটনার তদন্তে নেমেছে। ঘটনার খবর পাওয়ার পর ডিএসপি গিরধর সিং এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবেন্দ্র শর্মা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এফএসএল দলকে ডেকে এনে মৃতদেহটি গর্ত থেকে উত্তোলন করা হয়।
এই ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষ হতবাক হয়ে যান। লখন বাইয়ের অন্য ছেলে, ভুরা সিং জাটব, পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে পুলিশ ঘটনার সম্পূর্ণ তদন্ত চালাচ্ছে।