ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য অনুযায়ী, দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ঘটনাগুলি দেশের ১৯ টি মেট্রোপলিটন শহরে ঘটা মোট অপরাধের ৩২.২০ শতাংশ।
আরও পড়ুন- "সম্মতি নিয়ে যৌনতা করার আগে কি আধার কার্ড দেখা যায়": নাবালিকা ধর্ষণ মামলায় আদালত
দিল্লির পরে রয়েছে দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই। মহিলাদের সঙ্গে হওয়া এই ধরনের অপরাধের সংখ্যা সেখানে ৫,৫৪৩ টি। বেঙ্গালুরুতে এই ধরনের দায়ের হওয়া মামলার সংখ্যা ৩,১২৭ টি।
advertisement
১৯ টি শহরের মোট অপরাধের ১২.৭৬ শতাংশ ঘটেছে মুম্বইতে এবং বেঙ্গালুরুতে ঘটেছে ৭.২ শতাংশ। ২০২১ সালে জাতীয় রাজধানী দিল্লিতে অপহরণ (৩৯৪৮), স্বামীদের নিষ্ঠুর নির্যাতন (৪৬৭৪) এবং নাবালিকা ধর্ষণ (৮৩৩) সম্পর্কিত বিভাগগুলিতে মহিলাদের বিরুদ্ধে সর্বাধিক সংখ্যার অপরাধ ঘটেছে অন্যান্য মেট্রোপলিটন শহরের তুলনায়। ২০২১ সালে দিল্লিতে প্রতিদিন গড়ে দুই জন মেয়ে ধর্ষণের শিকার হয়। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে ১৩,৯৮২টি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। ১৯ টি মেট্রোপলিটন শহরে মোট অপরাধের সংখ্যা ছিল ৪৩,৪১৪ টি।
আরও পড়ুন- "দলের দরকার পরিবর্তন", কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে লড়বেন শশী থারুর!
রাজধানী শহরে ২০২১ সালে পণের জন্য মৃত্যুর ১৩৬ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। ১৯টি মেট্রোপলিটন শহরে এই নির্মম কারণে হওয়া মোট মৃত্যুর ৩৬.২৬ শতাংশ হয়েছে দিল্লিতেই। সমস্ত মেট্রোপলিটন শহরে মোট ৮,৬৬৪ টি অপরাধের মধ্যে ৩,৯৪৮ টি নারী অপহরণ ও তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে দিল্লিতে।
দিল্লিতে গত বছর মহিলাদের শ্লীলতাহানির ২,০২২ টি ঘটনাও রিপোর্ট করা হয়েছে। ২০২১ সালে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে ১,৩৫৭ টি মামলা দায়ের হয়েছিল (শুধুমাত্র শিশুকন্যাদের ক্ষেত্রে), জানিয়েছে এনসিআরবি। তথ্য অনুযায়ী, ২০২১ সালে মেট্রোপলিটন শহরগুলির মধ্যে সর্বাধিক ৮৩৩ টি কন্যাশিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।
