TRENDING:

Morbi bridge tragedy: আসছেন প্রধানমন্ত্রী, এক রাতেই মোরবির সেই হাসপাতালের ভোল বদল! কটাক্ষ আপ- কংগ্রেসের

Last Updated:

প্রধানমন্ত্রী আসার আগে রাতারাতি ঝা চকচকে করে দেওয়া হল হাসপাতালের জরাজীর্ণ চেহারা৷ রাতভর রং করে, নোংরা- আবর্জনা সরিয়ে প্রধানমন্ত্রীর জন্য সাজিয়ে গুছিয়ে তোলা হল হাসপাতালকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেদাবাদ: মোরবিতে সেতু ভেঙে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের৷ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১৫ জন৷ তাঁদেরকে দেখতেই হাসপাতালে আজ মোরবির সরকারি হাসপাতালে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
নরেন্দ্র মোদি আসার আগে জোর কদমে কাজ চলছে মোরবির সিভিল হাসপাতালে৷
নরেন্দ্র মোদি আসার আগে জোর কদমে কাজ চলছে মোরবির সিভিল হাসপাতালে৷
advertisement

আর প্রধানমন্ত্রী আসার আগে রাতারাতি ঝা চকচকে করে দেওয়া হল হাসপাতালের জরাজীর্ণ চেহারা৷ রাতভর রং করে, নোংরা- আবর্জনা সরিয়ে প্রধানমন্ত্রীর জন্য সাজিয়ে গুছিয়ে তোলা হল হাসপাতালকে৷ যে হাসপাতাল চত্বরের পরিবেশ এখনও প্রিয়জনদের হারানোর কান্নায় ভারী হয়ে রয়েছে৷ অনেক দেহের শনাক্তকরণ প্রক্রিয়াও সম্পূর্ণ হয়নি৷

এই অবস্থায় কেন প্রধানমন্ত্রীর সফরের আগে হাসপাতালের ভোলবদলের চেষ্টা করা হল, তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি৷ সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন৷ মোরবির ব্রিজ বিপর্যয়ের ঘটনায় এমনিতেই মারাত্মক চাপে ভূপেন্দ্র পটেল সরকার৷

advertisement

তার উপর নরেন্দ্র মোদির জন্য হাসপাতালের এই ভোল বদলের চেষ্টাকেও হাতিয়ার করে বিজেপি-কে আরও চাপে ফেলার চেষ্টা করছে দুই বিরোধী দল৷ রাত জেগে হাসপাতাল সাফ সুতরো করার যে কাজ চলেছে, তার ছবি এবং ভিডিও ট্যুইট করেছে কংগ্রেস এবং আপ৷

advertisement

আরও পড়ুন: প্রাণের ঝুঁকি নিয়ে মাচ্ছু নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা শিশু-সহ অসংখ্য প্রাণ, গুজরাতের সেতুবিপর্যয়ে নায়ক জিগ্নেশ ও তাঁর সঙ্গীরা

আপ-এর ট্যুইটারে লেখা হয়েছে, 'মোরবি সিভিল হাসপাতালে রাতারাতি রং, পুট্টি করার কাজ চলছে৷ যাতে আগামিকাল প্রধানমন্ত্রী মোদির ফোটোশ্যুটের সময় হাসপাতাল ভবনের বেহাল দশা সামনে চলে না আসে৷ ১৪১ জনের মৃত্যু হয়েছে, শতাধিক মানুষ নিখোঁজ, আসল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না৷ অথচ বিজেপি নেতারা মানুষের চোখে ধুলো দিয়ে ফোটোশ্যুট করতে ব্যস্ত৷'

advertisement

হাসপাতালে রং সাফাইয়ের কাজের একাধিক ছবি দিয়ে ট্যুইট করেছে কংগ্রেসও৷ তারা লিখেছে,'আগামিকাল প্রধানমন্ত্রী মোদি মোরবি সিভিল হাসপাতালে আসবেন৷ তার আগে রং- পুট্টির কাজ চলছে৷ চকমকে টাইলস বসানো হয়েছে৷ প্রধানমন্ত্রীর ছবি তুলতে যাতে কোনও সমস্যা না হয়, তার সব ব্যবস্থা করা হয়েছে৷ এদের লজ্জাও নেই৷ এত মানুষের মৃত্যুর পরেও এরা ইভেন্টবাজি করতে ব্যস্ত৷'

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যে কর্মীরা হাসপাতালে কাজ করছেন, তাঁদের মধ্যে কয়েকজন 'ইন্ডিয়া টুডে'-কে জানিয়েছেন, তাঁদেরকে কাজ করার জন্য রাজকোট থেকে নিয়ে আসা হয়েছে৷ হাসাপাতালে গিয়েও দেখা যায়, গোটা হাসপাতাল চত্বর সাফ সাফাই এবং মেরামতি কাজ নিয়ে সরগরম রয়েছে৷ নতুন ওয়াটার কুলার, নতুন বেড সবই নিয়ে আসা হয়েছে৷ সবকিছু দেখে কে বলবে, মাত্র কিছু ঘণ্টা আগে এই হাসপাতালেই নিয়ে আসা হচ্ছিল একের পর এক মৃতদেহ এবং ব্রিজ ভেঙে আহত মানুষকে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Morbi bridge tragedy: আসছেন প্রধানমন্ত্রী, এক রাতেই মোরবির সেই হাসপাতালের ভোল বদল! কটাক্ষ আপ- কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল