TRENDING:

Mother Leaves Baby in Refrigerator: ১৫ দিনের ছেলেকে ফ্রিজে রেখে ঘুমোতে গেলেন মা, শিউরে উঠল মোরাদাবাদ! রোগ ধরলেন চিকিৎসক

Last Updated:

কেন তিনি ছেলেকে ফ্রিজে রেখে এলেন, ওই তরুণীর কাছে তা জানতে চান পরিবারের সদস্যরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৫ দিনের শিশুসন্তানকে ফ্রিজের ভিতরে রেখে ঘুমোতে চলে গেলেন মা! শেষ পর্যন্ত অবশ্য বরাতজোরে রক্ষা পেয়েছে সদ্যোজাত ওই শিশুপুত্র৷ নাতির কান্নার আওয়াজে ফ্রিজের দরজা খুলে তাকে উদ্ধার করেন শিশুটির ঠাকুমা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

চমকে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে৷ পরে জানা যায়, ওই শিশুটির মা ২৩ বছর বয়সি তরুণী প্রসব পরবর্তী মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন৷

মোরাবাদের জব্বর কলোনিতে নিজের স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন ওই তরুণী৷ গত ৫ সেপ্টেম্বর দুপুরবেলা শিশুটি কান্নাকাটি করতে শুরু করে৷ তখন তাঁকে সামলাতে না পেরে একরত্তি ছেলেকে নিয়ে রান্নাঘরে চলে যান ওই তরুণী৷ এর পর ফ্রিজের ভিতরে শিশুটিকে রেখে ঘরে এসে ঘুমিয়ে পড়েন তিনি৷

advertisement

ফ্রিজের ভিতর থেকেই শিশুটি প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করে৷ শিশুটির কান্নার শব্দে তাঁর ঠাকুমার ঘুম ভেঙে যায়৷ দ্রুত তিনি গিয়ে শিশুটিকে ফ্রিজের ভিতর থেকে বের করেন ওই বৃদ্ধা৷ পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান৷ চিকিৎসক অবশ্য জানিয়ে দেন, শিশুটির কোনও ক্ষতি হয়নি৷

কেন তিনি ছেলেকে ফ্রিজে রেখে এলেন, ওই তরুণীর কাছে তা জানতে চান পরিবারের সদস্যরা৷ তখন শান্ত ভাবে ওই তরুণী জানান, ‘ছেলে কিছুতেই ঘুমোচ্ছিল না৷ তাই ওকে আমি ফ্রিজের ভিতরে রেখে এসেছিলাম৷’ এরকম ঘটনার পরেও মা হয়ে এতটা নির্লিপ্ত ভাবে উত্তর দেওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের৷ প্রথমে তাঁরা ভেবেছিলেন, ওই তরুণীকে হয়তো কোনও অশুভ শক্তি ভর করেছে৷ পরের দিন তাঁকে এক তান্ত্রিকের কাছেও নিয়ে যান পরিবারের সদস্যরা৷ কিন্তু তার পরেও ওই তরুণীর আচরণে কোনও পরিবর্তন না আসায় এক আত্মীয়ের পরামর্শেই ওই তরুণীকে একজন মনরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়৷

advertisement

ওই তরুণীকে পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, তিনি প্রসব পরবর্তী মানসিক সমস্যা বা পোস্টপারটাম সাইকোসিসে আক্রান্ত৷ যা সন্তান প্রসবের পর অনেক মায়ের মধ্যেই দেখা দেয়৷

চিকিৎসকরা জানাচ্ছেন, এই সমস্যায় আক্রান্ত হলে সন্তান প্রসবের পর অনেক মহিলাই কাল্পনিক পরিস্থিতির শিকার হন৷ কারও কারও মনে বাচ্চা অনর্গল কেঁদেই চলেছে৷ অনেক মায়ের আবার মেজাজ খিটখিটে হয়ে যায়৷ অল্পতেই রেগে যান তাঁরা৷ সাধারণত এই সমস্যা দু সপ্তাহের মধ্যেই কাটিয়ে ওঠেন মহিলারা৷ কিন্তু কিছু ক্ষেত্রে এই সমস্যা থেকে যায়৷ যা অবসাদে পরিণত হয়৷ যার ফলে একটানা মন খারাপ, উদ্বেগ এমন কি সদ্যোজাতের প্রতি নিরুৎসাহও দেখা দেয় মায়েদের মধ্যে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আর কয়েকটি ক্ষেত্রে পরিণতি মোরাদাবাদের এই তরুণী মায়ের মতো হয়৷ যখন বাস্তবে কী ঘটছে, সেই বোধটুকুও থাকে না মায়েদের মধ্যে৷ যার ফলে মা এবং শিশু, দু জনের জীবন সংশয় হওয়ার মতো পরিস্থিতিও দেখা দিতে পারে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mother Leaves Baby in Refrigerator: ১৫ দিনের ছেলেকে ফ্রিজে রেখে ঘুমোতে গেলেন মা, শিউরে উঠল মোরাদাবাদ! রোগ ধরলেন চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল