আরও পড়ুন- ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই! প্রয়োজন পড়লে গণনা হবে ২১ জুলাই!
“চলমান তাপপ্রবাহের মাত্রা এপ্রিলের শেষ এবং মে মাসের তুলনায় কম তীব্র, তবে প্রভাবের ক্ষেত্র প্রায় সমান,” বলেন তিনি৷ ১২ জুন থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশায় প্রাক-মৌসুমী বায়ুর প্রভাবের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে উত্তর রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে ১৫ জুন পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই রইবে, জানিয়েছে আইএমডির এই কর্মকর্তা।“দিল্লি-এনসিআর সহ উত্তর-পশ্চিম ভারতের অংশগুলি ১১-১২ জুন সামান্য স্বস্তি পেতে পারে। সপ্তাহান্তে মেঘলা আবহাওয়া থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১৫ জুন পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে,” বলেন তিনি।
advertisement
আরও পড়ুন- Dostarlimab! এই ওষুধেই সারিয়েছে মারণ ক্যান্সার রোগ! প্রতি ডোজের দাম পড়বে কত?
১৬ জুনের পর থেকে আর্দ্রতা ভরা পূর্বদিকের বাতাসের কারণে এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টিপাত হতে পারে যা তাপমাত্রা কমিয়ে স্বস্তি দেবে বলে আশা আবহাওয়া দফতরের। বর্ষা দিল্লি-এনসিআর এবং উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য অংশে স্বাভাবিক সময়েই পৌঁছবে কী না জিজ্ঞাসা করা হলে জেনামনি জানান, এত দ্রুত কিছু বলা সম্ভব না। গত বছর, আইএমডির পূর্বাভাস ছিল বর্ষা স্বাভাবিক সময়ের (২৭ জুন) প্রায় দুই সপ্তাহ আগে দিল্লিতে পৌঁছবে। বর্ষা এসেছিল ১৩ জুলাই, গত ১৯ বছরে সবচেয়ে বিলম্বিত আগমন ছিল বর্ষার।