TRENDING:

Ayurvedic Tips For Monkeypox: ভারতে জটিল হচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণ! জ্বর আর ফুসকুড়ির চিকিৎসায় রইল আয়ুর্বেদিক টিপস

Last Updated:

Monkeypox in India: পুরোনো বাদামী চাল, ছোলা, মুগ ডাল এবং মুগ ডাল আর চাল দিয়ে তৈরি খিচুড়ি, মুসুর ডাল, সজনে ডাঁটা, আঙুর, ডালিম অবশ্যই খেতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেরলে মাঙ্কিপক্সের সপ্তম সংক্রমণের খবর মেলার পর রীতিমতো আশঙ্কা হচ্ছে এই রোগ নিয়ে। ভারতে মাঙ্কিপক্সের ঘটনা ক্রমাগতই বাড়ছে। ভারতে সাতটি মাঙ্কিপক্স সংক্রমণের মধ্যে পাঁচটি কেরলে এবং দু’টি দিল্লিতে। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে আসা কেরলের এক ২২ বছরের যুবক দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণে মারা যান। মাঙ্কিপক্সের লক্ষণগুলি একই হলেও তা গুটিবসন্তের থেকে কম মারাত্মক। মাঙ্কিপক্সের অসুস্থতা সাধারণত ২-৪ সপ্তাহ স্থায়ী হয়।
Monkeypox In India
Monkeypox In India
advertisement

মাঙ্কিপক্সের লক্ষণ

  • এই রোগের শুরু হয় জ্বরের পরে। যাতে ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া, মাথাব্যথা, শরীরে ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। গুটিবসন্তের মতো ফুসকুড়ি দেখা দেয়।

মাঙ্কিপক্স মোকাবিলায় আয়ুর্বেদিক টিপস

উপোস: মানে খাবার গ্রহণ না করা বা অল্প পরিমাণে খাবার গ্রহণ করা।

জ্বরের জন্য মহা সুদর্শন ঘনা বটি, লক্ষ্মীবিলাস রস, সামশমণি বটি এবং অমৃতরিষ্টের মতো আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করা যেতে পারে।

advertisement

ফুসকুড়ি পরিষ্কার ও ধোয়ার জন্য নিমের কাথ, ত্রিফলার কাথ ব্যবহার করা যেতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, চ্যবনপ্রাশ অবলেহা, ব্রহ্ম রসায়ন, অশ্বগন্ধাদিলেহ্যা, কুষ্মাণ্ড রসায়নের মতো ইমিউনো বুস্টার ওষুধ ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন- 'নিজেকে লেখা চিঠি': প্রকাশের পথে কবি নরেন্দ্র মোদির গুজরাতি কবিতার ইংরাজি অনুবাদ

আয়ুর্বেদ অনুযায়ী মাঙ্কিপক্স ডায়েট

advertisement

কী খাবেন?

  • রোগীকে সব সময় হালকা গরম জল খেতে হবে।
  • পুরোনো বাদামী চাল, ছোলা, মুগ ডাল এবং মুগ ডাল আর চাল দিয়ে তৈরি খিচুড়ি, মুসুর ডাল, সজনে ডাঁটা, আঙুর, ডালিম অবশ্যই খেতে হবে।
  • নিজের সামর্থ্য অনুযায়ী অনুলোম বিলোম ও ভস্ত্রিকা প্রভৃতি যোগব্যায়াম ও প্রাণায়ামের অনুশীলন করতে হবে প্রতিদিন।
  • advertisement

আরও পড়ুন-দেশবাসীকে বিশেষ আবেদন নরেন্দ্র মোদির, "২-১৫ অগাস্ট নিজের ডিপি রাখুন জাতীয় পতাকা"

কী খাবেন না?

  • তৈলাক্ত ও জাঙ্ক ফুড, নতুন কাটা চাল, শাক, অতিরিক্ত নুন, ঝাল এবং টক খাবার এড়িয়ে চলতে হবে।
  • ধূমপান, মদ খাওয়া এবং তামাক চিবানো নিষিদ্ধ।
  • advertisement

  • এ ছাড়া মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে অতিরিক্ত পরিশ্রম, রাগ, সূর্যের আলোর সংস্পর্শে আসা এড়িয়ে চলতে হবে।
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Ayurvedic Tips For Monkeypox: ভারতে জটিল হচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণ! জ্বর আর ফুসকুড়ির চিকিৎসায় রইল আয়ুর্বেদিক টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল