TRENDING:

Mohan Bhagwat: ভারতে কোনও হিটলারের শাসন চলবে না! কাকে বার্তা দিলেন মোহন ভাগবৎ, শুরু জল্পনা

Last Updated:

ভাগবৎ দাবি করেন, ভারতীয় জাতীয়তাবাদের ধারণা অন্যান্য দেশের থেকে আলাদা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়দিল্লি: ভারতের জাতীয়তাবাদ সবসময়ই অন্যকে আপন করে নেওয়ার কথা বলে৷ কখনও ভারত অন্য কোনও দেশের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে না৷ তাই ভারতে কোনও হিটলরের শাসন চলতে পারে না৷ শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবৎ৷

আরএসএস প্রধাান মোহন ভাগবৎ৷
আরএসএস প্রধাান মোহন ভাগবৎ৷
advertisement

শুক্রবার দিল্লিতে সংকল্প ফাউন্ডেশন আয়োজিত প্রাক্তন আমলাদের নিয়ে একটি সম্মেলনে এই মন্তব্য করেন ভাগবৎ৷ তিনি বলেন, 'আমাদের জাতীয়তাবাদ কখনওই অন্য দেশের কাছে বিপদের কারণ হয়ে ওঠেনি৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হওয়ার বাসনা থেকেই বিশ্বাসঘাতকতা নীতীশের, বিহারে গিয়ে আক্রমণ শাহের

এটাই আমাদের চরিত্র৷ আমাদের জাতীয়তাবাদ বসুধৈব কুটুম্বকমের কথা বলে৷ যার অর্থ, গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে ভাবতে শেখা৷ এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে দেওয়া৷ ফলে ভারতে কোনও হিটলার থাকতে পারেন না৷ যদি সেরকম কেউ থাকেন, তাহলে মানুষই তাঁকে টেনে নামাবেন৷'

advertisement

আরও পড়ুন: মিঠুন চক্রবর্তীকে 'মুখ' করে আজ শুরু বঙ্গ বিজেপির প্রাক পুজো সম্মেলন, কলকাতা থেকে শুরু কর্মসূচি

ভাগবৎ দাবি করেন, ভারতীয় জাতীয়তাবাদের ধারণা অন্যান্য দেশের থেকে আলাদা৷ কারণ অধিকাংশ ক্ষেত্রেই জাতীয়তাবাদ ধর্ম অথবা সংশ্লিষ্ট দেশের মানুষের স্বার্থ নির্ভর হয়৷ আরএসএস প্রধান মনে করিয়ে দিয়েছেন, প্রাচীন কাল থেকেই ভারতীয় জাতীয়তাবাদ বৈচিত্রকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে৷

advertisement

তিনি বলেন, 'প্রাচীন কাল থেকেই আমাদের কাছে ভগবানকে বিভিন্ন রূপে আরাধনা করা এবং বিভিন্ন ভাষায় কথা বলাটা স্বাভাবিক৷ আমাদের দেশের মাটি শুধুমাত্র মানুষকে খাবার এবং জলই দেয় না, বরং মূল্যবোধের শিক্ষাও দেয়৷ সেই কারণেই আমরা একে ভারত মাতা বলি৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সঙ্কল্প ফাউন্ডেশন আরএসএস-এর অধীনে থাকা একটি প্রতিষ্ঠান৷ ইউপিএসসি পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেয় তারা৷ ফলে সেরকম একটি অনুষ্ঠানে গিয়ে আরএসএস প্রধানের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mohan Bhagwat: ভারতে কোনও হিটলারের শাসন চলবে না! কাকে বার্তা দিলেন মোহন ভাগবৎ, শুরু জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল