TRENDING:

সার্কের জরুরি ভিডিও কনফারেন্সে করোনা নিয়ে বিশেষ তহবিল তৈরির প্রস্তাব দিলেন মোদি

Last Updated:

করোনা পরিস্থিতি মোকাবিলায় শনিবারই সার্কভুক্ত দেশগুলির সঙ্গে মত বিনিময় করার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: করোনা প্রতিরোধে সার্ক ভুক্ত দেশগুলিকে নিয়ে একটি তহবিল তৈরির প্রস্তাব দিলেন নরেন্দ্র মোদি৷ এই কারণে ভারতীয় মুদ্রায় ৭৩ কোটি টাকা বেশি অনুদান দেওয়ার প্রস্তাবও দিয়েছেন নরেন্দ্র মোদি৷
advertisement

করোনা পরিস্থিতি মোকাবিলায় শনিবারই সার্কভুক্ত দেশগুলির সঙ্গে মত বিনিময় করার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সে বিষয়ে সাড়া দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আজ সেই আলোচনাতেই সার্কভুক্ত বেশ কয়েকটি দেশ অংশ নিল৷ আর সেই আলোচনাতেই উঠে এল করোনা প্রতিরোধের নানা প্রসঙ্গ৷ প্রধানমন্ত্রী সার্কভুক্ত দেশগুলিকে করোনা প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে বললেন৷ ভারত এই রোগ প্রতিরোধের জন্য ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে, সে কথাও এদিন ভাগ করে নেন প্রধানমন্ত্রী৷

advertisement

মোদি এদিন বলেন, করোনাভাইরাস নিয়ে যাতে অকারণ আতঙ্ক তৈরি না হয়, তার জন্য আমরা তৈরি ছিলাম৷ আমরা এখনও ভাইরাসের প্রকোপ রুখতে উল্লেখযোগ্য পদক্ষেপ করে চলেছি৷ এভাবে সমস্ত দেশ মিলে যদি আমরা লড়াই করতে পারি, তাহলে আগামীদিনে এই রোগের বিরুদ্ধে আমরা আরও লড়াই করতে পারব৷

এ দিনের ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিনিধিও। ছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এদিন আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে মোদি বলেন, র‌্যাপিড রেসপন্স টিম তৈরি করছে ভারত। চিকিৎসক, বিশেষজ্ঞরা সেই দলে থাকবেন। থাকবে পরীক্ষার কিট, ওষুধপত্র এবং অন্যান্য সরঞ্জামও। অন্যদেশের প্রয়োজন পড়লে তাঁদের পাঠানো হবে। এ নিয়ে অনলাইন প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছেন তিনি। সকলে এক জোট হয়ে ভবিষ্যতের লক্ষে গবেষণা চালানোর প্রস্তাবও দেন মোদী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সার্কের জরুরি ভিডিও কনফারেন্সে করোনা নিয়ে বিশেষ তহবিল তৈরির প্রস্তাব দিলেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল