বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেন মোদি৷ প্রতিদিন সকালে প্রধানমন্ত্রী ভবনের বাগানে চলে তার শরীরচর্চা৷ পঞ্চতত্বের পাঁচ উপাদনে (পৃথিবী,জল, অগ্নি, বায়ু, আকাশ) ভর করেই চলে তাঁর চর্চা৷ নিঃশ্বাস প্রশ্বাস সচল রাখতেও নিয়মিত অনুলোম-বিলোম ছাড়াও চলে যোগভ্যাস৷ মার্চ মাসের শুরুর দিকে মন কি বাত অনুষ্ঠানে শারীরিক সুস্থতার কথা বলেন প্রধানমন্ত্রী৷ তারপর সোশ্যাল মিডিয়ায় ক্রীড়ামন্ত্রীই শুরু করেন এই চ্যালেঞ্জ গেম৷ এতে সামিল হন বিশিষ্টজনেরা৷
advertisement
এবার মোদির চ্যালেঞ্জ করলেন কুমারস্বামী ও টেবিল টেনিস খেলোয়ার মনিকা বাত্রাকে৷ মোদির চ্যালেঞ্জর উত্তর দিয়েছেন কুমারস্বামী৷ তিনি জানিয়েছেন যে তিনি নিয়মিত শরীরচর্চা করেন৷ তবে তিনি নিজের রাজ্যের স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত এবং প্রধানমন্ত্রীর কাছে সবরকম সাহায্য চান৷
এবার দেখে নিন মোদির শরীরচর্চার ভিডিও....