আরও পড়ুন: ‘দেশের গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করুন’, ভোটপর্ব শুরু হতেই ট্যুইট মোদি-শাহের...
সুষমা স্বরাজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi On Sushma Swaraj)। তাঁর পোস্টে মোদি লিখেছেন, এখন আমি জলন্ধর থেকে সমাবেশ শেষ করে ফিরছি। আজ সুষমা স্বরাজের জন্মদিন (Sushma Swaraj Birth Anniversary) । আজ এই প্রসঙ্গে তাঁর সঙ্গে সম্পর্কিত একটি কাহিনীর কথা মনে পড়ল, আমি এই গল্পটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিতে চাই।
advertisement
আরও পড়ুন: ‘গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে TMC’, কানপুরে তোপ মোদির, পাল্টা কটাক্ষ কুণালদের...
মোদি লেখেন, "এটি প্রায় ২৫ বছর আগে ঘটেছিল (Modi On Sushma Swaraj)। সেই সময় আমি বিজেপির হয়ে কাজ করছিলাম এবং সুষমাজি গুজরাটে নির্বাচনী সফরে ছিলেন। সেই সময় তিনি আমার গ্রাম ভাদনগরেও গিয়েছিলেন। সেখানে আমার মায়ের সঙ্গে দেখা করেছিলেন সুষমাজি। সে সময় আমার ভাগ্নের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়।
জ্যোতিষীরাও ঠিক করেছিলেন রাশি দেখে তার নাম কী রাখবেন। নাম ঠিক করা হয়েছিল। পরিবারের সদস্যরাও জ্যোতিষীদের দেওয়া নাম রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু সুষমাজির সঙ্গে দেখা করার পর আমার মা সিদ্ধান্ত নেন বাড়ির নতুন মেয়ের নাম সুষমা রাখা হবে। আমার মা খুব শিক্ষিত নন, তবে তিনি চিন্তায় খুব আধুনিক। সেই সময়ে তিনি যেভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন তা আমার এখনও মনে আছে। আজ, সুষমা স্বরাজের জন্মদিনে (Sushma Swaraj Birth Anniversary), আমি তাঁকে প্রণাম জানাই।"