২২ মিনিটে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দেওয়া হয়েছে। ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখেছে গোটা বিশ্ব!
advertisement
আরও পড়ুন: ‘হুইস্কি’ না ‘বিয়ার’ কোনটি ‘কম’ ক্ষতিকর…? স্বাস্থ্যের জন্য কোনটি ভাল, জানুন বিশেষজ্ঞদের মত
অমৃত ভারত প্রকল্পের অধীনে একাধিক স্টেশন পরিকাঠামোর উদ্বোধনে আজ, বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৩টি অমৃত রেলওয়ে স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় অবস্থিত এই স্টেশনগুলি ১,১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে।