TRENDING:

Modi Cabinet List: 'মোদি ৩.০' টিমে কে কে? স্পষ্ট হয়ে গেল! শপথের আগেই এই ৪৭ জন সাংসদকে ডাকা হল তড়িঘড়ি, দেখুন তালিকা

Last Updated:

Modi Cabinet List: নরেন্দ্র মোদির সঙ্গে যাঁরা রবিবার মন্ত্রিসভায় শপথ নেবেন এমন সব সাংসদদের সকাল সাড়ে ১১টায় মোদির বাসভবনে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই তালিকায় বাংলা থেকে রয়েছে বড় চমক। মন্ত্রিত্ব পেতে চলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মন্ত্রিত্বের তালিকায় থাকছেন শান্তনু ঠাকুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী পদে তৃতীয় বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আজ রবিবার, ৯ জুন সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। তাঁর শপথ পাঠের আগেই তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন দেখা করলেন মোদি। রাজনাথ সিং এবং নিতিন গডকড়ী-সহ মোদি মন্ত্রিসভায় এবার ঠাঁই পেতে চলেছেন যাঁরা তাঁরা ইতিমধ্যেই ফোন পেতে শুরু করেছেন কেন্দ্রীয় জোট নেতৃত্বের তরফে।
মোদি ৩.০ মন্ত্রিসভায় একের পর এক চমক
মোদি ৩.০ মন্ত্রিসভায় একের পর এক চমক
advertisement

নরেন্দ্র মোদির সঙ্গে যাঁরা রবিবার মন্ত্রিসভায় শপথ নেবেন এমন সব সাংসদদের সকাল সাড়ে ১১টায় মোদির বাসভবনে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই পদ্মশিবির সূত্রে খবর। এই তালিকায় বাংলা থেকে রয়েছে বড় চমক।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। ঘটনাচক্রে, দু’জনেই রবিবার সকালে মোদির বাসভবনে হওয়া চা-চক্রে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন।

advertisement

আরও পড়ুন: দিল্লিতে হাসিনা! রবিবার মোদির শপথে কোন কোন দেশের প্রধান? অনুষ্ঠানের পরেও থাকছে বড় চমক

সূত্রের খবর, এক ডজনেরও বেশি বিজেপি সাংসদের নাম রয়েছে মন্ত্রী পরিষদের তালিকায় এবং আরও ডজন খানেক রয়েছেন জোটের তরফে। যদিও এদিনের বৈঠকে বেশিরভাগ নেতারা উপস্থিত ছিলেন, যাঁরা প্রায় সকলেই মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় ছিলেন নির্মলা সীতারমনও। সূত্রের খবর, লখনউ লোকসভা আসন থেকে জয়ী প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে পদে অব্যাহত থাকতে পারেন বলেই ইঙ্গিত।

advertisement

এদিকে, সূত্রের খবর, পবন কল্যাণের জনসেনা এনডিএ সরকারের অংশ হবে না বলে জানিয়েছে। সূত্রের তরফে আরও ইঙ্গিত, গেরুয়া শিবির এনডিএ সরকারের মন্ত্রিসভার জন্য নতুন মুখ বাছাই করতে পারে কারণ এর প্রায় ২০ জন প্রাক্তন মন্ত্রী লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন এবং নতুন রাজ্যসভার শূন্যপদ শীঘ্রই পাওয়া যাবে না।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু…! ঝমঝমিয়ে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গেও! ‘দিন-তারিখ’ জানিয়ে বড় সুখবর দিল আলিপুর

advertisement

গত মন্ত্রিসভার ১০ জন মন্ত্রীর পুনরাভিষেক হবে বলেই গেরুয়া শিবির সূত্রের খবর। এই তালিকায় অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি, এস জয়শঙ্কর, নির্মলা সীতারমন, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, হরদীপ সিং পুরী এবং অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সম্ভবত থাকবেন এই তৃতীয়বারেও। সম্ভবত বাদ পড়েছেন অনুরাগ ঠাকুরকে বাদ দেওয়া হয়েছে। মোদির সঙ্গে বৈঠকের জন্য যেসব সাংসদদের কাছে এইদিন ফোন আসে একনজরে দেখে নেওয়া যাক তাঁদের নামের তালিকা।

advertisement

রাজনাথ সিং — বিজেপি

নীতিন গড়করি — বিজেপি

অর্জুন রাম মেঘওয়াল — বিজেপি

চিরাগ পাসওয়ান — এলজেপি

এইচডি কুমারস্বামী — জেডি(এস)

সর্বানন্দ সোনোয়াল  — বিজেপি

প্রহ্লাদ জোশী — বিজেপি

শিবরাজ সিং চৌহান — বিজেপি

চন্দ্রশেখর পেমমাসানি — টিডিপি

রাম মোহন নাইডু কিঞ্জরাপু — টিডিপি

রামনাথ ঠাকুর  — জেডি(ইউ)

লালন সিং  — জেডি(ইউ)

প্রতাপ রাও যাদব — শিবসেনা

কে আন্নামালাই — বিজেপি

অমিত শাহ  — বিজেপি

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া — বিজেপি

এমএল খট্টর — বিজেপি

চন্দ্রশেখর চৌধুরী — এজেএসইউ

জয়ন্ত চৌধুরী — আরজেডি

মনসুখ মান্ডাভিয়া — বিজেপি

অশ্বিনী বৈষ্ণব –বিজেপি

পীযূষ গোয়েল –বিজেপি

কিরেণ রিজিজু — বিজেপি

রক্ষা খাডসে –বিজেপি

কমলজিৎ সেহরাওয়াত — বিজেপি

রাও ইন্দ্রজিৎ সিং — বিজেপি

রামদাস আটওয়ালে — রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া

জিতন রাম মাঞ্জি — হিন্দুস্তানি আওয়াম মোর্চা

গিরিরাজ সিং — বিজেপি

বান্দি সঞ্জয় — বিজেপি

সুরেশ গোপী —বিজেপি

জি কিষাণ রেড্ডি — বিজেপি

শোভা করন্দলাজে — বিজেপি

হর্ষ মালহোত্রা — বিজেপি

এস জয়শঙ্কর — বিজেপি

অন্নপূর্ণা দেবী –বিজেপি

অজয় তমতা — বিজেপি

মনসুখ মান্ডাভিয়া —বিজেপি

হরদীপ সিং পুরী — বিজেপি

অনুপ্রিয়া প্যাটেল  –আপন দল (সোনিলাল)

হর্ষ মালহোত্রা — বিজেপি

ভগীরথ চৌধুরী  — বিজেপি

রবনীত সিং বিট্টু — বিজেপি

বিএল ভার্মা — বিজেপি

জিতিন প্রসাদ  –বিজেপি

পঙ্কজ চৌধুরী — বিজেপি

সি আর পাতিল — বিজেপি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মঙ্গলবার দেশের ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এনডিএ পেয়েছে ২৯২টি আসন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। অন্যান্য দলের প্রাপ্ত আসনসংখ্যা ১৮টি। তাৎপর্যপূর্ণ হল, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার বিজেপি একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ, ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন। বিজেপি একক ভাবে জিতেছে ২৪০টি আসন। তাই সরকার গঠন করতে তাদের শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে। এই পরিস্থিতিতে বুধবার ও শুক্রবার দফায় দফায় এনডিএ-র শরিকদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিলেন মোদি, অমিত শাহেরা। শুক্রবারই ইন্ডিজের বৈঠকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলনেতা নির্বাচিত হন মোদি এবং এরপরেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের অনুমতি চান মোদি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Modi Cabinet List: 'মোদি ৩.০' টিমে কে কে? স্পষ্ট হয়ে গেল! শপথের আগেই এই ৪৭ জন সাংসদকে ডাকা হল তড়িঘড়ি, দেখুন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল