আরও পড়ুন: স্ট্যাচু অফ ইউনিটির পর অযোধ্যায় ২২১ মিটার উঁচু রামের মূর্তি, প্রস্তাব যোগী সরকারের
নিজেদের নেতৃত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয় কংগ্রেস ও সেই কারণেই রাজনৈতিক প্রাঙ্গনে আজ তাঁরা ভরাডুবি । যদি দলের শীর্ষ নেতারাই দলকে সঠিক দিশা দেখাতে না পারেন, তাহলে সেই দলের রাজনৈতিক প্রাঙ্গনে টিঁকে থাকার কোনও সম্ভাবনাই থাকে না, জানিয়েছেন মোদি ।
advertisement
আরও পড়ুন: Mann Ki Baat: ‘রাজনীতি নয়, সমাজজীবনই ভারতের শক্তি’
অযোধ্যা ইস্যুতেও কংগ্রেসকে আক্রমণ করেছেন মোদি । শীর্ষ আদালতে যখন কোনও মামলা বিচারাধীন থাকে তখন সেই বিষয় নিয়ে কথা বলা অপ্রাসঙ্গিক কিন্তু অযোধ্যা মামলা চলাকালীনও কংগ্রেসের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচমেন্ট নিয়ে হুমকি দেন, কংগ্রেসকে তোপ মোদির । গণতন্ত্র ও রাজনীতি দুটিকে এক করে ফেলেছে কংগ্রেস। জাতপাতের রাজনীতি করে দেশের সার্বিক ঐক্যকে প্রতিমুহূর্তে ব্যাহত করেছে কংগ্রেস । তাঁর শাসনকালে ভারতের মানুষ জোটবদ্ধ হয়েছে, আলওয়ারে মন্তব্য করেছেন মোদি ।