জানা গিয়েছে, এই কমিটি এ বিষয়ে আইনি পরামর্শ তো নেবেই, পাশাপাশি, সব নির্বাচন একসঙ্গে একবারে হলে তা কতটা যুক্তিযুক্ত হবে, সে বিষয়ে রাজনীতিকদেরও মতামত জানতে চাইবেন তাঁরা৷ এ নিয়ে প্রত্যেক রাজ সরকারের সঙ্গেও পৃথক ভাবে কথা বলার কথা কমিটির সদস্যদের৷
প্রসঙ্গত, এক দেশ এক নির্বাচনের বিষয়টি বহুবার ঘুরেফিরে এসেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাবার্তায়। এটি বিজেপির নির্বাচনী ইস্তেহারেও উল্লেখিত ছিল বলে জানা গিয়েছে। এ নিয়ে একটি বিল আনার কথাও ভাবছে কেন্দ্র।
advertisement
সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার৷ গত বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী৷ তিনি জানিয়েছেন, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন বসতে চলেছে৷ পাঁচ দিনের এই অধিবেশনে বিশেষ আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি৷
এদিকে, সেই অধিবেশনের আগেই তৈরি করা হল এই কমিটি৷ যার জেরে একপ্রকার ঘৃতাহূতি পড়েছে ‘ভোট এগিয়ে’ নিয়ে আসার যাবতীয় জল্পনায়৷ আগামী নভেম্বর-ডিসেম্বরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ অন্যদিকে, ২০২৪-এর মে-জুন নাগাদ দেশের লোকসভা নির্বাচন হওয়ার কথা৷ তারপরেও, একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে৷ বিরোধীদের একাংশের বক্তব্য, এই ভাবে আসলে লোকসভা নির্বাচন এগিয়ে এনে বিধানসভা নির্বাচনের সঙ্গে করার ‘চেষ্টা’ করছে বিজেপি৷