TRENDING:

One nation one election: ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে বিশেষ কমিটি গড়ল কেন্দ্র! নেতৃত্বে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Last Updated:

জানা গিয়েছে, এই কমিটি এ বিষয়ে আইনি পরামর্শ তো নেবেই, পাশাপাশি, সব নির্বাচন একসঙ্গে একবারে হলে তা কতটা যুক্তিযুক্ত হবে, সে বিষয়ে রাজনীতিকদেরও মতামত জানতে চাইবেন তাঁরা৷ এ নিয়ে প্রত্যেক রাজ সরকারের সঙ্গেও পৃথক ভাবে কথা বলার কথা কমিটির সদস্যদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে এবার উল্লেখযোগ্য পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার৷ তৈরি করা হল একটি বিশেষ কমিটি৷ কমিটির মাথায় বসানো হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে৷ সূত্রের খবর, এই কমিটিতে আরও দু’জন অবসরপ্রাপ্ত বিচারপতিরও থাকার কথা৷ ভারতের মতো বড় এবং ব্যাপক জনসংখ্যা বিশিষ্ট দেশে ‘এক দেশ এক নির্বাচন’ কতটা বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে, তা বোঝার চেষ্টা করাই এই কমিটির প্রাথমিক কাজ বলে জানা গিয়েছে৷
advertisement

জানা গিয়েছে, এই কমিটি এ বিষয়ে আইনি পরামর্শ তো নেবেই, পাশাপাশি, সব নির্বাচন একসঙ্গে একবারে হলে তা কতটা যুক্তিযুক্ত হবে, সে বিষয়ে রাজনীতিকদেরও মতামত জানতে চাইবেন তাঁরা৷ এ নিয়ে প্রত্যেক রাজ সরকারের সঙ্গেও পৃথক ভাবে কথা বলার কথা কমিটির সদস্যদের৷

প্রসঙ্গত, এক দেশ এক নির্বাচনের বিষয়টি বহুবার ঘুরেফিরে এসেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাবার্তায়। এটি বিজেপির নির্বাচনী ইস্তেহারেও উল্লেখিত ছিল বলে জানা গিয়েছে। এ নিয়ে একটি বিল আনার কথাও ভাবছে কেন্দ্র।

advertisement

আরও পড়ুন: ডিসেম্বরেই ‘অ্যাসিড টেস্ট’! ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিকল্প হয়ে উঠতে কতটা প্রস্তুত INDIA

সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার৷ গত বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী৷ তিনি জানিয়েছেন, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন বসতে চলেছে৷ পাঁচ দিনের এই অধিবেশনে বিশেষ আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: হাসতে হাসতে বেরিয়ে এলেন দু’জনে, ইন্ডিয়ার বৈঠকের পরে মমতা-সনিয়ার সেই চেনা ছবি আসলে কিসের ইঙ্গিত?

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে, সেই অধিবেশনের আগেই তৈরি করা হল এই কমিটি৷ যার জেরে একপ্রকার ঘৃতাহূতি পড়েছে ‘ভোট এগিয়ে’ নিয়ে আসার যাবতীয় জল্পনায়৷ আগামী নভেম্বর-ডিসেম্বরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ অন্যদিকে, ২০২৪-এর মে-জুন নাগাদ দেশের লোকসভা নির্বাচন হওয়ার কথা৷ তারপরেও, একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে৷ বিরোধীদের একাংশের বক্তব্য, এই ভাবে আসলে লোকসভা নির্বাচন এগিয়ে এনে বিধানসভা নির্বাচনের সঙ্গে করার ‘চেষ্টা’ করছে বিজেপি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
One nation one election: ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে বিশেষ কমিটি গড়ল কেন্দ্র! নেতৃত্বে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল