TRENDING:

#MamataToNews18 : ‘কৃষকদের জন্য ৫ বছরে মোদি সরকার কিছুই করেনি’, বিস্ফোরক মমতা

Last Updated:

হতাশায়, অভাবে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন মোদি সরকারের আমলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মোদি সরকার কৃষকদরদী নয় ৷ শেষ পাঁচ বছরে মোদি কৃষকদের জন্য কিছুই করেননি ৷ হতাশায়, অভাবে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন মোদি সরকারের আমলে ৷ লোকসভা নির্বাচনের মুখে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement

মোদি সরকারের গত পাঁচ বছরের মূল্যায়ন করতে গিয়ে একের পর এক অভিযোগ উঠে আসে তৃণমূলনেত্রীর মুখে ৷ তাঁর অভিযোগ, পাঁচ বছরে কৃষকদের জন্য কোনও কাজই করেনি মোদি ৷ কৃষকদের সমস্যা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মমতার তোপ, ‘কেন্দ্র কৃষকদের জন্য কিছু কাজই করেনি তার প্রমাণ দেশের কৃষকদের অবস্থা ৷ গত ৫ বছরে দেশের ১২ হাজার কৃষক ফসলের দাম না পেয়ে হতাশায়, দারিদ্র্যে আত্মহত্যা করেছেন ৷ মোদি জমানায় সরকারের বিরুদ্ধে কৃষকদের বহু মিছিল ও আন্দোলনের সাক্ষী আমাদের দেশ ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্যদিকে, বাংলায় তৃণমূল সরকার কৃষকদের জন্য বহু কাজ করেছেন ৷ বাংলায় সরকারের উদ্যোগে তিনগুণ হয়েছে কৃষকের রোজগার ৷ তিনি বলেন, ‘মোদিজি খালি ভাষণ দেবেন, যে ২০২২-এ কৃষকের রোজগার দ্বিগুণ করবেন ৷ আমরা করে দেখিয়েছি ৷ কৃষকবন্ধু স্কিমে আমরা কৃষকদের ৫ হাজার টাকা করে দিই ৷ এছাড়া জমির মিউটেশন ফি মকুব করে দেওয়া হয়েছে ৷ বাংলায় কৃষকদের তৃণমূল সরকার বিনামূল্যে বিমার সুবিধা দিয়েছে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#MamataToNews18 : ‘কৃষকদের জন্য ৫ বছরে মোদি সরকার কিছুই করেনি’, বিস্ফোরক মমতা