TRENDING:

#MamataToNews18 : ‘কৃষকদের জন্য ৫ বছরে মোদি সরকার কিছুই করেনি’, বিস্ফোরক মমতা

Last Updated:

হতাশায়, অভাবে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন মোদি সরকারের আমলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মোদি সরকার কৃষকদরদী নয় ৷ শেষ পাঁচ বছরে মোদি কৃষকদের জন্য কিছুই করেননি ৷ হতাশায়, অভাবে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন মোদি সরকারের আমলে ৷ লোকসভা নির্বাচনের মুখে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement

মোদি সরকারের গত পাঁচ বছরের মূল্যায়ন করতে গিয়ে একের পর এক অভিযোগ উঠে আসে তৃণমূলনেত্রীর মুখে ৷ তাঁর অভিযোগ, পাঁচ বছরে কৃষকদের জন্য কোনও কাজই করেনি মোদি ৷ কৃষকদের সমস্যা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মমতার তোপ, ‘কেন্দ্র কৃষকদের জন্য কিছু কাজই করেনি তার প্রমাণ দেশের কৃষকদের অবস্থা ৷ গত ৫ বছরে দেশের ১২ হাজার কৃষক ফসলের দাম না পেয়ে হতাশায়, দারিদ্র্যে আত্মহত্যা করেছেন ৷ মোদি জমানায় সরকারের বিরুদ্ধে কৃষকদের বহু মিছিল ও আন্দোলনের সাক্ষী আমাদের দেশ ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্যদিকে, বাংলায় তৃণমূল সরকার কৃষকদের জন্য বহু কাজ করেছেন ৷ বাংলায় সরকারের উদ্যোগে তিনগুণ হয়েছে কৃষকের রোজগার ৷ তিনি বলেন, ‘মোদিজি খালি ভাষণ দেবেন, যে ২০২২-এ কৃষকের রোজগার দ্বিগুণ করবেন ৷ আমরা করে দেখিয়েছি ৷ কৃষকবন্ধু স্কিমে আমরা কৃষকদের ৫ হাজার টাকা করে দিই ৷ এছাড়া জমির মিউটেশন ফি মকুব করে দেওয়া হয়েছে ৷ বাংলায় কৃষকদের তৃণমূল সরকার বিনামূল্যে বিমার সুবিধা দিয়েছে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#MamataToNews18 : ‘কৃষকদের জন্য ৫ বছরে মোদি সরকার কিছুই করেনি’, বিস্ফোরক মমতা