সংস্থাটির তরফে জানানো হয়েছে, ৩৭৫০ কেজি ওজনের ৮ ফুটের পিরামিড কেকটি তৈরি করেছেন ২০ জন শেফ ৷ জন্মদিনের কেক, তাই প্রধানমন্ত্রীর পছন্দকে মাথায় রেখে এই কেকের ফ্লেভার হিসেবে বেছে নেওয়া হয়েছে কোকো ৷ তবে শেষ মুহূর্তে কেকটির উচ্চতা ১২ ফুট পর্যন্ত বাড়ানো হতে পারে বলে খবর ৷
সংস্থা সূত্রে দাবি, এটাই বিশ্বের সবথেকে বড় কেক হতে চলেছে ৷ গিনেস বুকে নাম তোলার জন্য সমস্ত নিয়মাবলীই আগেভাগে জেনে নিয়েছে অতুল বেকারী ৷ তাদের থেকেই জানা গেল, এখন বিশ্বের সবথেকে উঁচু পিরামিড কেক বানানোর রেকর্ড রয়েছে পোল্যান্ডের একটি সংস্থার নামে ৷ তাদের বানানো কেকটির উচ্চতা ছিল ৬ ফুট, ওজন ৭২০.৮ কেজি ৷
advertisement
শুধু অতুল বেকারি নয় এই কেক তৈরির ইভেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে শক্তি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে ৷ দেশে নারীর ক্ষমতায়নের জন্য বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের মতো বিভিন্ন উদ্যাগ নিয়েছেন মোদি ৷ তাঁর কাজের সম্মান জানাতেই জন্মদিনে এই কেক তৈরীর উদ্যোগে শরিক হয়েছে শক্তি ফাউন্ডেশন ৷
জন্মদিনে গিনেস বুক অফ রেকর্ডসে নরেন্দ্র মোদি
মোদির ৬৬ তম জন্মদিন উপলক্ষে সুরাতের ভেসুতে শারীরিকভাবে পিছিয়ে পড়া ৫ হাজার মেয়ের সামনে কাটা হবে এই কেক ৷
শনিবার সকালেও মোদিকে শুভেচ্ছা জানাতে ৯৮৯টি প্রদীপ জ্বেলে গিনেস রেকর্ডে নাম তুলেছেন গুজরাতের নভসারির স্কুল পড়ুয়ারা ৷