লোসকসভা নির্বাচনে ২০১৯ ভোটগ্রহণ পর্ব শেষ ৷ News18-Ipsos Exit Poll অনুযায়ী ফের একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে NDA সরকার ৷ গত ৫ বছরের মোদি সরকারের একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা ৷ কিন্তু ক্ষমতায় থাকাকালীন সরকারের তরফে একাধিক এমন পদক্ষেপও নেওয়া হয়েছে যা সাধারণ মানুষের জন্য ভালো প্রভাব ফেলেছে মোদি সরকারের জন্য ৷ দেখে নিন একনজরে কোন কোন পদক্ষেপের জেরে এবার এক্সিট পোলে এনডিও ৩০০এর বেশি আসন পেয়েছে ৷
advertisement
নোটবাতিল: মোদি সরকার যখন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল তখন গোটা দেশে অনেকেই এর বিরোধিতা করেছিলেন ৷ কারণ সেই সময় ১৫.৪১ লাখ কোটি টাকা নোট বাতিল হয়ে গিয়েছিল যার মধ্যে ১৫.৩০ লক্ষ কোটি টাকার নোট সিস্টেমে ফিরে এসেছে ৷ এর জেরে দেশে আয়কর দাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ যে টাকা আগে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা হত, তা এখন মিউচ্যুয়াল ফান্ডেও ইনভেস্ট করা হচ্ছে ৷
GST: মোদি সরকারের আমলে সবচেয়ে বড় সংস্করণ হচ্ছে জিএসটি লাগু ৷ ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে সরকার এর জন্য একটি কমিটি গঠন করেছিল ৷ এর ১৮ বছর পর নরেন্দ্র মোদি সরকার সেটি লাগু করে ৷ ইউপিএ ১ ও ইউপিএ ২ সরকারের আমলে জিএসটি লাগু করা সম্ভব হয়নি ৷
RERA: বিল্ডার্সদের অত্যাচার রুখতে নতুন আইন রেরা ৷ মোদি সরকারের সময় নেওয়া এটা অন্যতম রিফর্ম ৷ এর জেরে এখন মানুষ সময়ে ঘর পাচ্ছেন ৷
ইনফ্লেমেশন টার্গেটিং: এই রিফর্মের বিষয়টি অনেকের কাছেই অজানা ৷ স্বাধীনতার পর মোদি সরকার প্রথম সরকার যে আরবিআই-কে টার্গেট দিয়েছে ৷ এর জেরে যেখানে ইউপিএ সরকারে সময় মূল্যবৃদ্ধি ১৫ শতাংশ ছিল ৷ মোদি সরকার আসার পর মুদ্রাস্ফীতি হার ছিল ৯ শতাংশ ৷ কিন্তু এই সময় মূল্যবৃদ্ধি ছিল ৩ শতাংশ ৷ গত ৫ বছরে দেশের মূল্যবৃদ্ধি ৫ শতাংশের বেশি দেখা যায়নি ৷
ব্যাঙ্ক রিক্যাপিটালাইজেশন - এর জেরে সরকারি ব্যাঙ্কে ১.০৬ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ৷