নতুন অভিযোগ নিয়ে এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ আনলেন মোট ১২ জন মহিলা ৷ যিনি অভিযোগ করেছেন তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মহিলা সাংবাদিক ৷
তিনি সে সময় কলকাতার অন্য একটি বিখ্যাত সংবাদমাধ্যমের হয়ে খবর করতেন ৷ তাঁকে কাজের কিছু কথা বলার জন্য ডেকে পাঠান এমজে আকবর ৷ সেইমতো সেই মহিলা জার্নালিস্ট তাঁর সঙ্গে দেখা করতে যান ৷ সেখানে তিনি চমকে যান ৷ এমজে আকবরের পরণে ছিল শুধুমাত্র আন্ডারওয়ার ৷
advertisement
এই সময় ২২ বছরের ছিলেন মহিলা জার্নালিস্ট ৷ তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যান কী করে একজন সিনিয়র ব্যক্তি তাঁকে এভাবে ঘরে ডাকতে পারেন ৷
এতেই শেষ নয় এরপর তিনি আরও একবার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ৷ তখন কলকাতার ওই প্রকাশনা সংস্থার হয়ে কাজ করেন না তিনি ৷ ডেকান ক্রনিক্যালে কাজ করতেন তিনি ৷ আর এম জে আকবর সেই কাগজের এডিটর ইন চিফ ছিলেন ৷ তিনি পাতা -র প্রকাশনা নিয়ে আলোচনা করার জন্য ওই মহিলাকে ডেকে পাঠান ৷ সেখানে তাঁকে জোর করে ধরে চুম্বন করেছিলেন এম জে আকবর ৷
এরপরের দিন সেই মহিলা সাংবাদিক তাঁকে এড়িয়ে যাওয়া চেষ্টা করেও ব্যর্থ হন ৷ তাঁকে কনফারেন্স রুমে ডেকে ফের জোর করে চুম্বন করেন তিনি ৷
আরও পড়ুন - #MeToo: মহিলার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন আকবর
এদিকে আগেই মিটু বিতর্কে দেশে ফিরেই ইস্তফা দিয়েছেন এম জে আকবর ৷ বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিনি ৷ ইমেলে পদত্যাগ করেন ৷
নাইজেরিয়া থেকে ফেরেন এম জে আকবর ৷ তারপরই যৌন হেনস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি ৷ যদিও সেই সময় তিনি বলেন, ‘পরে বিবৃতি দিয়ে জানাব ৷’
একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় এম জে আকবর ৷ যার জেরে বেকায়দায় পড়েছে মোদি সরকার ৷ যদিও এখনও অবধি এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি কর্মীরা ৷