মঙ্গলবার ঝাড়খণ্ডের নিসার এলাকায় ভোট প্রচারে যান মিঠুন চক্রবর্তী৷ বিরাট রোড শো করার পর সভা করার কথা ছিল তাঁর৷ স্বভাবতই মিঠুন চক্রবর্তীর মতো তারকাকে দেখতে বিজেপি-র মিছিল এবং সভায় ভিড় উপচে পড়ে৷ কিন্তু ভিড় ঠেলে মঞ্চে উঠেই মিঠুন টের পান, তাঁর পকেটে মানিব্যাগ নেই৷
আরও পড়ুন: ‘আরজিকর খায় না মাথায় দেয়, সিতাইয়ের মানুষ বোঝে না!’ ভোটের আগের দিন বললেন উদয়ন
advertisement
একটি ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য মঞ্চ থেকে জনতার কাছে অনুরোধ করছেন স্থানীয় এক বিজেপি নেতা৷ যদিও সেই অনুরোধে সাড়া দিয়ে মহাগুরুর মানিব্যাগ ফিরিয়ে দেননি কেউ৷
মিঠুন আসবেন বলে সভাস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল৷ মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী৷ তার মধ্যে থেকে কীভাবে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ এই ঘটনার পর মিঠুনও দ্রুত সভার কাজ সেরে বেরিয়ে যান৷
ঝাড়খণ্ডে দু দফায় ১৩ এবং ২০ নভেম্বর ভোটগ্রহণ৷ রাজ্যের একাধিক জায়গায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেছেন মিঠুন৷ ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে আবার সেখানে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷