RG Kar: 'আরজিকর খায় না মাথায় দেয়, সিতাইয়ের মানুষ বোঝে না!' ভোটের আগের দিন বললেন উদয়ন

Last Updated:

তবে এই প্রথম নয়, বরাবরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী৷

আরজি কর কাণ্ডের প্রভাব নিয়ে ভাবিত নন উদয়ন গুহ৷
আরজি কর কাণ্ডের প্রভাব নিয়ে ভাবিত নন উদয়ন গুহ৷
সিতাই: আরজি কর কাণ্ডের পর রাজ্যে প্রথম কোনও বড় মাপের নির্বাচন৷ বুধবার রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে স্বভাবতই প্রধান ইস্যু হয়ে উঠেছে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাই৷ শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে আরজি কর ইস্যুতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিরোধীরাও৷
যদিও শাসক দলের নেতা মন্ত্রীদের অনেকেই যে উপনির্বাচনে আরজি কর কাণ্ডের প্রভাব নিয়ে ভাবিত নন, তা প্রমাণ করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ বুধবার যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম কোচবিহারের সিতাই৷ ভোটের আগের দিন আত্মবিশ্বাসী উদয়ন গুহ দাবি করলেন, আরজি কর কাণ্ড সিতাইয়ের উপনির্বাচনে কোনও ফ্যাক্টরই হবে না৷ বরং একধাপ এগিয়ে নিজস্ব মেজাজেই কোচবিহারের এই তৃণমূল নেতা বলে দিলেন, ‘আরজিকর খায় না মাথায় দেয় সিতাইয়ের মানুষ বোঝে না। ওটা শহুরে মানুষের জন্য।’
advertisement
advertisement
তবে এই প্রথম নয়, বরাবরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী৷ এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে নাগরিক আন্দোলন নিয়েও প্রশ্ন তুলে শহর এবং গ্রামের তফাত টেনেছিলেন তিনি৷
উদয়ন গুহ এ দিন দাবি করেছেন, সিতাই থেকে রেকর্ড ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷ বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উদয়ন বলেছেন, ‘ভোটের সকালে বিরোধী এজেন্টের জন্য সিতাইয়ের প্রত্যেকটি বুথে চেয়ার পরিষ্কার করে রাখবে তৃণমূল কর্মীরা। কিন্তু তারা সব মিলিয়ে ১০০ জন জোগাড় করতে পারবে তো? বিরোধীরা চিন্তা করবেন না আমাদের কেউ আপনাদের ফুল ছুড়েও মারবে না।’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
RG Kar: 'আরজিকর খায় না মাথায় দেয়, সিতাইয়ের মানুষ বোঝে না!' ভোটের আগের দিন বললেন উদয়ন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement