পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্ব ভারতের এই ছোট রাজ্যের নির্বাচনে শাসক দলের হয়ে প্রচারে থাকবেন একাধিক বঙ্গ বিজেপির নেতা। ইতিমধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে জন বিশ্বাস যাত্রা ৷ রথ যাত্রার আকারের এই প্রচার যাত্রায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতৃত্ব। নির্বাচন ঘোষণা হয়ে গেলে ধাপে ধাপে বাংলার একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় প্রচার সারবেন বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
২০২৩ সালের ফেব্রুয়ারিতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বাংলার পদ্ম নেতারা ত্রিপুরায় প্রচারে যাওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। পাশাপাশি একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় স্থায়ীভাবে থাকবেন।
৪০ কেন্দ্রের ৬০ আসনের নির্বাচন পরিচালনা করবেন তাঁরা। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে গত নভেম্বর মাসে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শেষ বাংলায় দেখা গিয়েছিল একাধিক রাজনৈতিক প্রচারে। এবারে পড়শি রাজ্যে একদিনের আগরতলা সফরে আজ মিঠুন চক্রবর্তী।
