TRENDING:

মন্দিরে চুরি করার পরে 'বিপর্যয়' চোরের জীবনে! ১.৮৬ লক্ষ টাকার বান্ডিল ফেরত এল, সঙ্গে চিঠি! কী লেখা তাতে?

Last Updated:

Temple Theft Turns Into Miracle গত মাসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মন্দিরের সিন্দুক ভেঙে নগদ অর্থ এবং মূল্যবান উপঢৌকন চুরি করে। মন্দির ট্রাস্ট অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে। তার পরেই অবাক কাণ্ড!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবিশ্বাস্য ঘটনা! মন্দিরের টাকা চুরি করেছিল চোরেরা, কিন্তু এমন সমস্যার মুখে পড়ল যে নিজেরাই ফিরে এলেন দেবীর চরণে আর ক্ষমা ভিক্ষা করতে শুরু করলেন।
শুক্রবার সকালে মন্দিরের পুরোহিত ও ট্রাস্টি যখন দরজা খোলেন, তখনই সেই বান্ডিল দেখতে পান। সেখানে ছিল ১,৮৬,৪৮৬ টাকা নগদ, কয়েন এবং একটি চিঠি।
শুক্রবার সকালে মন্দিরের পুরোহিত ও ট্রাস্টি যখন দরজা খোলেন, তখনই সেই বান্ডিল দেখতে পান। সেখানে ছিল ১,৮৬,৪৮৬ টাকা নগদ, কয়েন এবং একটি চিঠি।
advertisement

অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় ঘটেছে এই বিরল কাণ্ড। প্রায় এক মাস আগে বুক্কারায়াসমুদ্রাম এলাকার মুসাল্লাম্মা মন্দির থেকে ১.৮৬ লক্ষ টাকার নগদ অর্থ ও উপঢৌকন চুরি করেছিল কিছু দুষ্কৃতী। রাতে সেই পুরো টাকাই ফেরত দিল চোরেরা।

এই কারণেই বিধবা হয়েছেন আউশগ্রামের একাধিক মহিলা! এবার বাকিদের সংসার বাঁচাতে শুরু লড়াই

আমেরিকায় দারিদ্র্যের দিন শুরু! ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও এক ধাক্কা!  নতুন রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য! 

advertisement

বুক্কারায়াসমুদ্রাম থানার সূত্রে জানা গেছে, গত মাসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মন্দিরের হুণ্ডি ভেঙে নগদ অর্থ এবং মূল্যবান উপঢৌকন চুরি করে। মন্দির ট্রাস্ট অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে।

এদিকে গভীর রাতে চোরেরা মন্দিরের কাছেই কাপড়ে মোড়ানো অবস্থায় টাকা রেখে যায়। শুক্রবার সকালে মন্দিরের পুরোহিত ও ট্রাস্টি যখন দরজা খোলেন, তখনই সেই বান্ডিল দেখতে পান। সেখানে ছিল ১,৮৬,৪৮৬ টাকা নগদ, কয়েন এবং একটি চিঠি। সেই চিঠিতে চোরেরা লিখেছে, চুরির পরপরই তাদের সন্তানের শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। ভয় ও অনুতাপের কারণে তারা পুরো টাকাই ফেরত দিয়েছে। এমনকি তারা লিখেছে— এক টাকাও খরচ করেনি ওই চুরি করা অর্থের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা এটিকে মায়ের অলৌকিক শক্তি বলে মানছেন। তাদের বিশ্বাস, মুসাল্লাম্মা দেবীর কৃপা ও মহাশক্তির জন্যই চোরেরা বাধ্য হয়েছে টাকা ফেরত দিতে। এদিকে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পূর্ণ বিবরণ নিয়েছে পুলিশ। তদন্ত এখনও চলছে।

বাংলা খবর/ খবর/দেশ/
মন্দিরে চুরি করার পরে 'বিপর্যয়' চোরের জীবনে! ১.৮৬ লক্ষ টাকার বান্ডিল ফেরত এল, সঙ্গে চিঠি! কী লেখা তাতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল