TRENDING:

ফিল্মি কায়দা ! ট্রেনের নীচে এসেও বেঁচে ফিরলেন প্রাণে, পরিজনের চোখে খুশির জল

Last Updated:

আলিগড়ে রবিবার ট্রেনের নীচে এসেও বেঁচে গিয়েছেন প্রাণে ৷ হ্যাঁ অবাক করার মত ঘটনা সামনে আসতেই চোক্ষু চড়ক গাছ হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিগড়: আলিগড়ে রবিবার ট্রেনের নীচে এসেও বেঁচে গিয়েছেন প্রাণে ৷ হ্যাঁ অবাক করার মত ঘটনা সামনে আসতেই চোক্ষু চড়ক গাছ হয়েছে ৷ বছর চল্লিশের একজন প্রায় ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে ৷ জানা গিয়েছে ভাইয়ের সঙ্গে মন মালিন্যে হয়েছিল তাঁর কিছুটা আনমনাও ছিলেন তিনি ৷ জাভেদ আলি আজ আলিগড়-দিল্লি প্যাসেঞ্জার উঠতে গিয়ে পা পিছলে গিয়েছিল ৷ পা পিছলে ট্রেনের নীচে চলে গিয়েছিলেন তিনি ৷
advertisement

এরই মাঝে একটি ট্রেন উপর দিয়ে বেরিয়ে গিয়েছিল ৷ প্রায় এক মিনিটের কাছাকাছি ট্রেনের নীচে ছিলেন ৷ তবুও তিনি শুধুমাত্র কাঁধে চোট পেয়েছিলেন তিনি ৷ ট্রেন চলে যাওয়া পরে তাঁকে জীবিত দেখে সবাই যেমন চমকে গিয়েছিলেন, তেমনই খুশিও হয়েছিলেন ৷

ট্রেনের নীচে খুব কাছ থেকে মৃত্যুকে প্রত্যক্ষ করেছেন জাভেদ আলি ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই জিআরপি তাঁর পরিবারকে খবর দিয়েছেন ৷ আত্মীয় স্বজনের চোখের জল আর বাঁধ মানেনি ৷ নিজের লোককে জীবিত দেখে সবাই ভেসেছে আবেগের জোয়ারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আরও পড়ুন এই গ্রামে মানুষের দিন কাটে অনাহারে, নেই রেশন কার্ডও

বাংলা খবর/ খবর/দেশ/
ফিল্মি কায়দা ! ট্রেনের নীচে এসেও বেঁচে ফিরলেন প্রাণে, পরিজনের চোখে খুশির জল