TRENDING:

Madhya Pradesh Husband Murder: স্বামীকে কুপিয়ে খুন, তার পরই প্রেমিককে ভিডিও কল নাবালিকা স্ত্রীর! মধ্যপ্রদেশে হাড় হিম করা কাণ্ড

Last Updated:

মৃত ওই যুবকের নাম গোল্ডেন পাণ্ডে ওরফে রাহুল৷ রাহুলকে খুনের অভিযোগে তাঁর ১৭ বছরের নাবালিকা স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রেমিকের দুই বন্ধুর সঙ্গে মিলে স্বামীকে নৃশংস ভাবে খুন করল নাবালিকা স্ত্রী৷ বিয়ারের ভাঙা বোতল দিয়ে ৩৬ বার কোপ মারা হল ২৫ বছরের যুবককে৷ নৃশংস এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বুহানপুরে৷ আরও চাঞ্চল্যকর অভিযোগ, খুনের পর প্রেমিককে ভিডিও কল নিজের স্বামীর মৃতদেহ দেখায় ওই নাবালিকা স্ত্রী৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গোল্ডেন পাণ্ডে ওরফে রাহুল৷ রাহুলকে খুনের অভিযোগে তাঁর ১৭ বছরের নাবালিকা স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ৷ একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই নাবালিকার প্রেমিক এবং তার দুই বন্ধুকে৷ এই দুই বন্ধুর মধ্যে আবার একঝন নাবালক৷

ঠিক কবে ওই যুবককে খুন করা হয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয়৷ গত ১৩ এপ্রিল রাস্তার ধারে একটি ক্ষেতের ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছে, মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল দু জনের৷ ঘটনার দিন মোটরসাইকেলে করে স্ত্রী কে নিয়ে ঘুরতে বেরিয়েছিল রাহুল৷ ফেরার সময় আচমকাই জুতো পড়ে যাওয়ার অছিলায় রাহুলকে মোটরসাইকেল থামাতে বলে তাঁর নাবালিকা স্ত্রী৷

advertisement

মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই রাহুলের উপরে চড়াও হয় নাবালিকার প্রেমিক যুবরাজের দুই বন্ধু৷ রাহুলকে টানতে টানতে রাস্তার ধারে নিয়ে যায় দুই অভিযুক্ত৷ তাদের সাহায্য করে রাহুলের নাবালিকা স্ত্রী৷ এর পর তিন জন মিলে ভাঙা বিয়ারের বোতল দিয়ে নির্মম ভাবে রাহুলকে কোপাতে থাকে৷ একসময় মৃত্যু হয় রাহুলের৷ তার শরীরে মোট ৩৬টি আঘাতের চিহ্ন মিলেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

স্বামীর মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হয়েই নিজের প্রেমিক যুবরাজকে ভিডিও কল করে ওই নাবালিকা৷ ভিডিও কলে নিজের স্বামীর রক্তাক্ত মৃতদেহ প্রেমিককে দেখায় সে৷ এর পর রাহুলের দেহ একটি ক্ষেতের ভিতরে ফেলে ঘটনাস্থল থেকে পালায় তিন জন৷ পরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের মধ্যে রাহুলের নাবালিকা স্ত্রী ছাড়াও আরও এক নাবালক রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Husband Murder: স্বামীকে কুপিয়ে খুন, তার পরই প্রেমিককে ভিডিও কল নাবালিকা স্ত্রীর! মধ্যপ্রদেশে হাড় হিম করা কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল