TRENDING:

Madhya Pradesh Husband Murder: স্বামীকে কুপিয়ে খুন, তার পরই প্রেমিককে ভিডিও কল নাবালিকা স্ত্রীর! মধ্যপ্রদেশে হাড় হিম করা কাণ্ড

Last Updated:

মৃত ওই যুবকের নাম গোল্ডেন পাণ্ডে ওরফে রাহুল৷ রাহুলকে খুনের অভিযোগে তাঁর ১৭ বছরের নাবালিকা স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রেমিকের দুই বন্ধুর সঙ্গে মিলে স্বামীকে নৃশংস ভাবে খুন করল নাবালিকা স্ত্রী৷ বিয়ারের ভাঙা বোতল দিয়ে ৩৬ বার কোপ মারা হল ২৫ বছরের যুবককে৷ নৃশংস এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বুহানপুরে৷ আরও চাঞ্চল্যকর অভিযোগ, খুনের পর প্রেমিককে ভিডিও কল নিজের স্বামীর মৃতদেহ দেখায় ওই নাবালিকা স্ত্রী৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গোল্ডেন পাণ্ডে ওরফে রাহুল৷ রাহুলকে খুনের অভিযোগে তাঁর ১৭ বছরের নাবালিকা স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ৷ একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই নাবালিকার প্রেমিক এবং তার দুই বন্ধুকে৷ এই দুই বন্ধুর মধ্যে আবার একঝন নাবালক৷

ঠিক কবে ওই যুবককে খুন করা হয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয়৷ গত ১৩ এপ্রিল রাস্তার ধারে একটি ক্ষেতের ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছে, মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল দু জনের৷ ঘটনার দিন মোটরসাইকেলে করে স্ত্রী কে নিয়ে ঘুরতে বেরিয়েছিল রাহুল৷ ফেরার সময় আচমকাই জুতো পড়ে যাওয়ার অছিলায় রাহুলকে মোটরসাইকেল থামাতে বলে তাঁর নাবালিকা স্ত্রী৷

advertisement

মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই রাহুলের উপরে চড়াও হয় নাবালিকার প্রেমিক যুবরাজের দুই বন্ধু৷ রাহুলকে টানতে টানতে রাস্তার ধারে নিয়ে যায় দুই অভিযুক্ত৷ তাদের সাহায্য করে রাহুলের নাবালিকা স্ত্রী৷ এর পর তিন জন মিলে ভাঙা বিয়ারের বোতল দিয়ে নির্মম ভাবে রাহুলকে কোপাতে থাকে৷ একসময় মৃত্যু হয় রাহুলের৷ তার শরীরে মোট ৩৬টি আঘাতের চিহ্ন মিলেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

স্বামীর মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হয়েই নিজের প্রেমিক যুবরাজকে ভিডিও কল করে ওই নাবালিকা৷ ভিডিও কলে নিজের স্বামীর রক্তাক্ত মৃতদেহ প্রেমিককে দেখায় সে৷ এর পর রাহুলের দেহ একটি ক্ষেতের ভিতরে ফেলে ঘটনাস্থল থেকে পালায় তিন জন৷ পরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের মধ্যে রাহুলের নাবালিকা স্ত্রী ছাড়াও আরও এক নাবালক রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Husband Murder: স্বামীকে কুপিয়ে খুন, তার পরই প্রেমিককে ভিডিও কল নাবালিকা স্ত্রীর! মধ্যপ্রদেশে হাড় হিম করা কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল