নাবালিকা পুলিশকে জানায়, চাকরির প্রথম দিনেই তাকে জোড় করে একটি ঘরে নিয়ে যায় স্পা অপরেটর ৷ সেখানই তাকে ধর্ষণ করে এক ব্যক্তি ৷ মেয়েটি চাকরি ছাড়ার কথা বললে ধর্ষণের ভিডিও ফাঁশ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় ৷ তাই চাকরি চালিয়ে যেতে বাধ্য হয় নাবালিকা ৷ নাবালিকা আরও জানায় কিছুদিন আগে এক মহিলার সঙ্গে আলাপ হয় তার ৷ তাকে একটি স্পা সেন্টারে কাজের সুযোগ করে দেন ওই মহিলা ৷
advertisement
আরও পড়ুন : স্নানের দৃশ্য ভাইরাল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! প্রেমিকের ব্ল্যাকমেল? জেরা চণ্ডীগড় পুলিশের
চাকরির প্রথম দিনই যৌন হেনস্থা করা হয় নাবালিকাকে ৷ প্রতিদিন ১০-১৫ জন ব্যক্তি মিলে তাকে লাগাতার ধর্ষণ করত বলে জানায় ওই নাবালিকা ৷ নাবালিকা কাজে আসা বন্ধ করে দিলে ধর্ষনের ভিডিও ফাঁশ করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাকে ৷ একটি হোটেলে ডেকেও মারধর করা হয় নাবালিকাকে ৷ মেয়েটি পুলিশকে আরও জানায়, ভিডিও ফাঁশ হওয়ার ভয়ে বাধ্য হয়ে স্পা সেন্টারে যেতে হয় তাকে ৷ এবং ৫ দিন ধরে তাকে লাগাতার ধর্ষণ করেন অভিযুক্তরা ৷ বুধবার রাতে সেক্টর ৫১র মহিলা থানায় একজন মহিলা সহ ৪ জন পুরুষের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে ৷
যদিও প্রথমবার নাবালিকার অভিযোগ খারিজ করে দেন পুলিশ ৷ পুলিশ জানান, প্রথমবার মিথ্যে বিবৃতি দেওয়ায় নাবালিকার অভিযোগ খারিজ করতে বাধ্য হয়েছিল পুলিশ ৷ নাবালিকা প্রথমবার বিবৃতিতে বলে অভিযুক্ত রুবেলের সঙ্গে তার সম্পর্ক আছে এবং তাকে বিবাহেরও প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷ তাই মামলাটি খারিজ করতে বাধ্য হয় পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে ৷