TRENDING:

১৫ জন মিলে রোজ ধর্ষণ নাবালিকাকে! গুরুগ্রামের স্পা সেন্টারের ঘটনায় তোলপাড় দেশ

Last Updated:

Minor girl Raped by 10-15 men at spa daily in Gurugram : প্রতিদিন ১০-১৫ জন ব্যক্তি মিলে তাকে লাগাতার  ধর্ষণ করত বলে জানায় ওই নাবালিকা ৷ নাবালিকা কাজে আসা বন্ধ করে দিলে ধর্ষণের ভিডিও ফাঁশ করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের ধর্ষিত হল ১৪ বছরের এক নাবালিকা ৷ নয়াদিল্লির গুরুগ্রামের ঘটনা ৷ গুরুগ্রামের একটি স্পা সেন্টারে রিসেপশনিস্টের কাজ করত নাবালিকা ৷ নাবালিকার সহযোগীরাই তাকে ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে ৷ প্রতিদিন ১০ থেকে ১৫ জন মিলে তাকে মিলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ৷
advertisement

নাবালিকা পুলিশকে জানায়, চাকরির প্রথম দিনেই তাকে জোড় করে একটি ঘরে নিয়ে যায় স্পা অপরেটর ৷ সেখানই তাকে ধর্ষণ করে এক ব্যক্তি ৷ মেয়েটি  চাকরি ছাড়ার কথা বললে ধর্ষণের ভিডিও ফাঁশ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় ৷ তাই চাকরি চালিয়ে যেতে বাধ্য হয় নাবালিকা ৷ নাবালিকা আরও জানায় কিছুদিন আগে এক মহিলার সঙ্গে আলাপ হয় তার ৷ তাকে একটি স্পা সেন্টারে কাজের সুযোগ করে দেন ওই মহিলা ৷

advertisement

আরও পড়ুন : স্নানের দৃশ্য ভাইরাল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! প্রেমিকের ব্ল্যাকমেল? জেরা চণ্ডীগড় পুলিশের

চাকরির প্রথম দিনই যৌন হেনস্থা করা হয় নাবালিকাকে ৷ প্রতিদিন ১০-১৫ জন ব্যক্তি মিলে তাকে লাগাতার  ধর্ষণ করত বলে জানায় ওই নাবালিকা ৷ নাবালিকা কাজে আসা বন্ধ করে দিলে ধর্ষনের ভিডিও ফাঁশ করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাকে ৷ একটি হোটেলে ডেকেও মারধর করা হয় নাবালিকাকে ৷ মেয়েটি পুলিশকে আরও জানায়, ভিডিও ফাঁশ হওয়ার ভয়ে বাধ্য হয়ে স্পা সেন্টারে যেতে হয় তাকে ৷  এবং ৫ দিন ধরে তাকে লাগাতার ধর্ষণ করেন অভিযুক্তরা ৷ বুধবার রাতে সেক্টর ৫১র মহিলা থানায় একজন মহিলা সহ ৪ জন পুরুষের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন : ছিঃ! সহপাঠীদের স্নানের ভিডিও রেকর্ড করে ভাইরাল করল ছাত্রী, আত্মহত্যার চেষ্টা বহু পড়ুয়ার! বিশ্ববিদ্যালয় তোলপাড়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও প্রথমবার নাবালিকার অভিযোগ খারিজ করে দেন পুলিশ ৷ পুলিশ জানান, প্রথমবার মিথ্যে  বিবৃতি দেওয়ায় নাবালিকার অভিযোগ খারিজ করতে বাধ্য হয়েছিল পুলিশ ৷ নাবালিকা প্রথমবার বিবৃতিতে বলে অভিযুক্ত রুবেলের সঙ্গে তার সম্পর্ক আছে এবং তাকে বিবাহেরও প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷ তাই মামলাটি খারিজ করতে বাধ্য হয় পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
১৫ জন মিলে রোজ ধর্ষণ নাবালিকাকে! গুরুগ্রামের স্পা সেন্টারের ঘটনায় তোলপাড় দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল