TRENDING:

Bihar News: বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের ভাগ্নিকে ধর্ষণ! জোড় করে গর্ভপাত, ছাপরার ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

বিহারে মর্মান্তিক ঘটনা নিজের নাবালিকা ভাগ্নীকে ধর্ষণ করল মামা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহার: বিহারে মর্মান্তিক ঘটনা নিজের নাবালিকা ভাগ্নীকে ধর্ষণ করল মামা। ঘটনাটি ঘটেছে সারান জেলার গদখায়। নিজের ৫ বন্ধুকে সঙ্গে নিয়ে নাবালিকাকে ধর্ষণ করেন অভিযুক্ত। নাবালিকা অন্তসত্বা হলে জোড় করে তার গর্ভপাতও করানো হয়। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের ভাগ্নিকে ধর্ষণ! জোড় করে গর্ভপাত, ছাপরার ঘটনায় চাঞ্চল্য
বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের ভাগ্নিকে ধর্ষণ! জোড় করে গর্ভপাত, ছাপরার ঘটনায় চাঞ্চল্য
advertisement

ঘটনাটি জানার পর গদখা থানায় অভিযোগ জানায় নাবালিকার মা। পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করেছেন এলাকাবাসীরা।

আরও পড়ুন: দাদার মৃত্যুতে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়াতে বৌদিকে বিয়ে দেওরের

মাশরাখ থানা এলাকার গ্রামের বাসিন্দা নির্যাতিতা। নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন, নাবালিকার মামা পঞ্চদেব সিংহ ও তার ছেলে ধনজয় সিং এবং সতীশ সিংয়ের অনুরোধে মেয়েকে মামা বাড়িতে পাঠান তাঁরা। এই সময় নাবালিকাকে  বিভিন্ন প্রলোভন দেখিয়ে মামা ও অপর এক ব্যক্তি জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে এবং পরে কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয়।

advertisement

ভয়ে কারও কাছে মুখ খোলেনি নাবালিকা। এরপর গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুর থানা এলাকার খোমহারিপুরের বাসিন্দা বিকাশ সিং,রমেশ সিং মাশরাখ থানা এলাকার গাঙ্গোলি গ্রামের বাসিন্দা তেজ নারায়ণ সিং দিবাকর সিং নামের ৩ ব্যক্তি  জোরপূর্বক ধর্ষণ করে নাবালিকাকে।

আরও পড়ুন: কোটি কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস নিচ্ছেন ধনকুবের ব্যবসায়ী পরিবার

advertisement

নির্যাতিতার মা আরও জানায় , ঘটনাটির কথা জানতো অভিযুক্তের স্ত্রী জুলি দেবী। তিনিও নাবালিকাকে মুখ বন্ধ রাখতে বলেন এবং প্রাণনাশেরও হুমকি দেন। এদিকে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক তাকে  গর্ভপাতও করানো হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হত্যার উদ্দেশে বেধড়ক মারধরও করা হয় তাকে। খবর পেয়ে  স্বামী ও ছেলে প্রিয়াংশু কুমারকে নিয়ে বেলওয়ানিয়ায় পৌঁছে কোনওভাবে  মেয়েকে  বাড়িতে নিয়ে আসে নাবালিকার মা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar News: বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের ভাগ্নিকে ধর্ষণ! জোড় করে গর্ভপাত, ছাপরার ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল