ঘটনাটি জানার পর গদখা থানায় অভিযোগ জানায় নাবালিকার মা। পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করেছেন এলাকাবাসীরা।
আরও পড়ুন: দাদার মৃত্যুতে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়াতে বৌদিকে বিয়ে দেওরের
মাশরাখ থানা এলাকার গ্রামের বাসিন্দা নির্যাতিতা। নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন, নাবালিকার মামা পঞ্চদেব সিংহ ও তার ছেলে ধনজয় সিং এবং সতীশ সিংয়ের অনুরোধে মেয়েকে মামা বাড়িতে পাঠান তাঁরা। এই সময় নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মামা ও অপর এক ব্যক্তি জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে এবং পরে কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয়।
advertisement
ভয়ে কারও কাছে মুখ খোলেনি নাবালিকা। এরপর গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুর থানা এলাকার খোমহারিপুরের বাসিন্দা বিকাশ সিং,রমেশ সিং মাশরাখ থানা এলাকার গাঙ্গোলি গ্রামের বাসিন্দা তেজ নারায়ণ সিং দিবাকর সিং নামের ৩ ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করে নাবালিকাকে।
আরও পড়ুন: কোটি কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস নিচ্ছেন ধনকুবের ব্যবসায়ী পরিবার
নির্যাতিতার মা আরও জানায় , ঘটনাটির কথা জানতো অভিযুক্তের স্ত্রী জুলি দেবী। তিনিও নাবালিকাকে মুখ বন্ধ রাখতে বলেন এবং প্রাণনাশেরও হুমকি দেন। এদিকে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক তাকে গর্ভপাতও করানো হয়।
হত্যার উদ্দেশে বেধড়ক মারধরও করা হয় তাকে। খবর পেয়ে স্বামী ও ছেলে প্রিয়াংশু কুমারকে নিয়ে বেলওয়ানিয়ায় পৌঁছে কোনওভাবে মেয়েকে বাড়িতে নিয়ে আসে নাবালিকার মা।