ভিডিওটিতে দেখা গিয়েছে,‘পাক্কা মুসলমান’ ৷ এই স্লোগান তুলেই ভারতের পতাকা নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলছে এক নাবালক ৷ @AnuMishraBJP এই ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার হয় ভিডিওটি ৷ আর যা প্রায় ২০ হাজার বার শেয়ার হয়েছে ৷ জানা গিয়েছে, সাংবাদিক রোহিত শ্রাদানা-র ভুয়ো অ্যাকাউন্ট এটি ৷ তবে, বিজেপি নেতা তেজন্দ্র সিং বাগ্গা ওই ট্যুইটার অ্যাকাউন্টটি ফলো করেন রীতিমত ৷ আর তা নিয়েই ঘটনাটি আরও জটিল হচ্ছে ৷
advertisement
ট্যুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি ৷ আর তাতে কমেন্টস উপচে পড়ছে ৷ প্রত্যেকটি মন্তব্যেই সাম্প্রদায়িকতার ইঙ্গিত রয়েছে ৷
পতাকা ছেঁড়ার ভিডিওটি ভাইরাল হতেই আরও একটি ভিডিও ভাইরাল হয় ৷ যেখানে দেখা যাচ্ছে, ওই নাবালককে গালিগালাজ করছে ক্ষিপ্ত জনতা ৷ এমনকী, ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই ছেলেটিকে রাস্তায় ফেলে পেটাচ্ছে তারা ৷ আর সেই মারের চোটে মাটিতে লুটিয়ে পড়ছে ছেলেটি ৷ আর সেই সময়ই অস্ফুট কন্ঠে তার গলা থেকে ভেসে আসছে একটাই শব্দ ৷ ‘পাক্কা হিন্দু হু’ ৷
এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই যুবককে চিহ্নিত করে পুলিশ ৷ পুলিশের জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি জানিয়েছে, পুরো ভিডিওটি ইচ্ছেকৃতভাবে বানানো হয়েছে ৷ এমনকী, ভিডিওটিতে যে নাবালককে দেখা গিয়েছে ৷ সে আদতে হিন্দুই ৷
সোশ্যাল মিডিয়ায় ফের ভুয়ো ভিডিও শেয়ার ৷ যার জেরে চরম হেনস্থার শিকার হল এই নাবালক ৷