আরও পড়ুন-ত্রিপুরায় ঘর ওয়াপসি, কংগ্রেসে ফিরলেন সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা
বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে উল্লেখ করা হয়েছে এটিকে। ৩৫৯ মিটার উচ্চতায় থাকা এই ব্রিজটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩০ মিটার উঁচু। কাশ্মীর উপত্যকায় সরাসরি সংযোগ প্রদানের লক্ষ্যে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৪ সালে।
advertisement
আরও পড়ুন-আজও স্বাভাবিকের নীচেই পারদ, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল ঘটার সম্ভাবনা
২০২১ সালের মার্চ মাসে, তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি ভিডিও শেয়ার করেছিলেন যখন সেতুর খিলান ও নীচের অংশের কাজ শেষ হয়েছিল। একটি ট্যুইটে বার্তায় গয়াল লিখেছিলেন, “একটি ঐতিহাসিক মুহূর্তে। চেনাব সেতুর নীচের খিলানটি আজ সম্পন্ন হয়েছে। এর পরে, উপরের খিলান তৈরির কাজ শেষ হবে। এটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু হতে প্রস্তুত।"
২০২১ সালের ডিসেম্বরে, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিংও সেতুটির ছবি শেয়ার করেছিলেন। “১,৩১৫ মিটার দীর্ঘ চেনাব সেতুর খিলানের বিষ্ময়কর ছবি, জেলা #Reasi, #JammuAndKashmir-এ দ্রুত নির্মাণাধীন। একবার সম্পূর্ণ হলে, সেতুটি নদীর তল স্তর থেকে 359 মিটার উপরে থাকবে, প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচুতে, এটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুতে পরিণত হবে," তিনি টুইটারে লিখেছিলেন।
ব্রিজটি ১,২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে বলে জানা গিয়েছে।