TRENDING:

Milind Soman Narendra Modi: এক ফ্রেমে মিলিন্দ ও মোদি! 'ঐক্যের দৌড়' শেষে প্রধানমন্ত্রীকে গোপাল উপহার দিলেন মিলিন্দ সোমান

Last Updated:

Milind Soman Unity Run 2022: মিলিন্দ লিখেছেন, তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার জন্মাষ্টমীর সময় বৃন্দাবন থেকে এই মূর্তিটি নিয়ে এসেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে ঝাঁসিতে শুরু হওয়া Unity Run 2022 শেষ করে বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমান। আট দিনে মিলিন্দ সোমান প্রায় ৪৫১ কিলোমিটার দৌড়েছেন। প্রতিদিন প্রায় ৫৩ কিলোমিটার করে দৌড়েছেন প্রাক্তন সুপার মডেল মিলিন্দ। দিল্লিতে পৌঁছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং ট্যুইটারে একটি ছবিও শেয়ার করেছেন মিলিন্দ সোমান।
মিলিন্দ সোমান প্রধানমন্ত্রী মোদিকে একটি গোপালের মূর্তি উপহার দিয়েছেন
মিলিন্দ সোমান প্রধানমন্ত্রী মোদিকে একটি গোপালের মূর্তি উপহার দিয়েছেন
advertisement

আরও পড়ুন- বিজেপিতে যোগ দিলে ২০ কোটি, অন্য বিধায়কদের নিয়ে এলে ২৫ কোটি! বিস্ফোরক অভিযোগ আপের

ছবিটি শেয়ার করে মিলিন্দ সোমান লিখেছেন, “ইউনিটি রানের পরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে এবং খেলাধূলা, স্বাস্থ্য এবং ফিটনেসের প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি পারস্পরিক আগ্রহ আবিষ্কার করতে পেরে খুব খুশি হয়েছি। তিনি সারা দেশে যোগব্যায়াম এবং আয়ুর্বেদ প্রচারের জন্য যা করছেন তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।”

advertisement

ইনস্টাগ্রামে একটি অন্য পোস্টে, মিলিন্দ সোমান প্রধানমন্ত্রী মোদিকে একটি গোপালের মূর্তি উপহার দেওয়ার ছবিও শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার জন্মাষ্টমীর সময় বৃন্দাবন থেকে এই মূর্তিটি নিয়ে এসেছিলেন।

আরও পড়ুন- "সময়ে সিদ্ধান্ত নেয় না সরকার," ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন নীতিন গড়করি

advertisement

মিলিন্দ সোমান দৌড় শেষে লাল কেল্লায় পৌঁছনোর পরে একটি ভিডিও শেয়ার করেছিলেন যাতে তাঁকে জাতীয় পতাকা হাতে দেখা যায়। “এবং পৌঁছলাম। ঝাঁসি দুর্গ থেকে লাল কেল্লা - হাইওয়ে, রোদ, বৃষ্টি, তাপ, ফোসকা, আমি আনন্দ পেতেই দৌড়াই, তবে আমি যে শিক্ষালাভ করেছি তা শীঘ্রই শেয়ার করব,” পোস্টে লিখেছেন মিলিন্দ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মডেলিংয়ে তিন দশকের কর্মজীবনের পাশাপাশি মিলিন্দ সোমান হিন্দি চলচ্চিত্র শেফ এবং বাজিরাও মাস্তানিতে কাজ করেছেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Milind Soman Narendra Modi: এক ফ্রেমে মিলিন্দ ও মোদি! 'ঐক্যের দৌড়' শেষে প্রধানমন্ত্রীকে গোপাল উপহার দিলেন মিলিন্দ সোমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল