গাইড লাইনে গোটা দেশে করোনা সংক্রমণ রুখতে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করল সরকার। কর্মক্ষেত্রেও মাস্ক পরা বাধ্যতামূলক বলে গাইডলাইন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাইরে থুতু ফেললে তা শাস্তি যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে আর দিতে হবে জরিমানাও। এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রকাশ্যে থুতু ফেললে ছড়াতে পারে করোনা তাই এমন নির্দেশিকা।
advertisement
কারণ সারা দেশে কমপ্লিট লকডাউনের জেরে অর্থনীতি কার্যত থেমে গেছে ৷ এই অবস্থায় দিন আনা দিন খাওয়া মানুষরা ফের যাতে কাজে যোগ দিয়ে ফের নিজেদের পেট চালানোর ব্যবস্থা করতে পারেন তার দিকেও নজর দিতে হচ্ছে কেন্দ্রকে পাশাপাশি লড়াই চালাতে হচ্ছে মারণ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইতে ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল ২০ এপ্রিলের পর কৃষি, তথ্য প্রযুক্তি এবং ই-কমার্সে ছাড় দেওয়া হবে ৷ ২০ এপ্রিলের পর থেকে ধাপে ধাপে শুরু করা হবে অন্তঃরাজ্য পরিবহণও । কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাম্য এলাকায় কনস্ট্রাকশন কাজ চালিয়ে যাওয়া যাবে ৷ শহরাঞ্চলে কনস্ট্রাকশন জারি রাখা যাবে তখনই যখন কর্মরত শ্রমিকরা অনসাইটেই যদি থাকেন ৷ এছাড়া দুধ, দুগ্ধজাত দ্রব্য, পল্ট্রি, চা, কফির উৎপাদনে ছাড় দেওয়া হবে।