নিজের অজান্তেই প্ল্যাটফর্ম টপকে সোজা মেট্রোর লাইনে গিয়ে পড়েন তিনি৷ এ যাত্রায় অবশ্য বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই যাত্রী৷ কিন্তু মোবাইলে মগ্ন হয়ে রাস্তাঘাটে চলাচল করার ফল কতটা মারাত্মক হতে পারে, এই ভিডিও ফের তা একবার প্রমাণ করে দিল৷
ঘটনাটি ঘটেছে দিল্লির শাহাদরা মেট্রো স্টেশনে৷ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে সিআইএসএফ৷ যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral Video)৷
আরও পড়ুন: ভিতরে ভর্তি যাত্রী, ধর্মতলার মোড়ে এসেই উল্টে গেল বাস! হাড়হিম ভিডিও প্রকাশ্যে
সিআইএসএফ-এর তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম শৈলেন্দ্র মেহেতা৷ দিল্লির শাহাদরা মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে৷ ওই ব্যক্তি যখন মেট্রোর লাইনে পড়ে যান, সৌভাগ্যক্রমে তখন সেই লাইনে কোনও ট্রেন আসছিল না৷ পড়ে গিয়ে কিছুটা হতচকিত হয়ে যান তিনি৷ পায়ে চোট লাগায় উঠতেও পারছিলেন না৷
আরও পড়ুন: টানা সাত দিন রোজ ডিনারে পাস্তা খেয়েছেন এই মহিলা, শেষে যা হল তুমুল ভাইরাল!
ওই যাত্রীকে পড়ে যেতে দেখেই উল্টোদিকের প্ল্যাটফর্ম থেকে ছুটে আসেন কয়েকজন সিআইএসএফ জওয়ান৷ তাঁদের মধ্যে একজন রেল লাইনে নেমে আহত ওই যাত্রীকে উদ্ধার করেন৷
জানা গিয়েছে, ৫৮ বছর বয়সি ওই ব্যক্তি শাহদরা এলাকারই বাসিন্দা৷ গত শুক্রবার এই ঘটনাটি ঘটে৷ ওই যাত্রীর পায়ে অল্প কেটে ছড়ে যায়৷