TRENDING:

ওলা চালক মুসলিম, ক্যাবের বুকিং বাতিল করলেন বিজেপি সদস্য

Last Updated:

ক্যাবের চালক মুসলমান ধর্মাবলম্বাী ৷ এই ‘অপরাধে’বুকিং করা ক্যাব বাতিল করলেন অভিষেক মিশ্র নামের বিশ্ব হিন্দু পারিষদের এক জনপ্রিয় সদস্য ৷ শুধু তাই নয়, সেই খবর ফলাও করে ট্যুইটও করলেন অভিষেক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ক্যাবের চালক মুসলমান ধর্মাবলম্বাী ৷ এই ‘অপরাধে’বুকিং করা ক্যাব বাতিল করলেন অভিষেক মিশ্র নামের বিশ্ব হিন্দু পারিষদের এক জনপ্রিয় সদস্য ৷ শুধু তাই নয়, সেই খবর ফলাও করে ট্যুইটও করলেন অভিষেক ৷
advertisement

বিশ্ব হিন্দু পারিষদ এবং বজরং দলের সক্রিয় সদস্য অভিষেক ৷ ট্যুইটারে তিনি ব্যপক জনপ্রিয় ৷ প্রায় ১৪ হাজার ফলোয়ার্স রয়েছে তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ৷ প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,সংস্কৃতিমন্ত্রী মনীশ শর্মার মতো হেভি ওয়েটরাও রয়েছেন তাঁর ফলোয়ার্স তালিকায় ৷

আরও পড়ুন: ট্যুইটারে পর্ণ সাইটের লিঙ্ক শেয়ার করে নেটিজেনদের তোপের মুখে পড়লেন শিল্পা শিন্ডে

advertisement

গত ২০ এপ্রিল একটি ওলা ক্যাব বুক করেছিলেন তিনি ৷ বুকিংয়ের কয়েক মুহূর্ত পর পর্দায় চালকের নাম ভেসে উঠতেই দেখা যায় ক্যাব চালক মুসলিম ৷ মাসুদ আসলাম নামের ওই চালক মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় তৎক্ষণাৎ বুকিংটি বাতিল করে দেন অভিষেক ৷ স্ক্রিনশট তুলে সেটি পোস্টও করেন ট্যুইটারে ৷ সেখানেই ছবির ক্যাপশনে তিনি জানান, ‘জিহাদি’দের টাকা দেবেন না বলেই এ কাজ করেছেন তিনি ৷

advertisement

পোস্টটির পরিপ্রেক্ষিতে অবশ্য মুখ খুলেছে ওলা ৷ তারা লিখেছে, ‘ওলা আমাদের দেশের মতোই ধর্মনিরপেক্ষ ৷ আমরা আমাদের চালক বা গ্রাহকদের ধর্ম, জাত বা লিঙ্গ দিয়ে বিচার করিনা ৷’

আরও পড়ুন: ‘সাত সমুন্দর’-এর সঙ্গে কেমন নাচলেন সারা আলি খান? দেখে নিন ভিডিও

advertisement

ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন নেটিজেনরা ৷ কেউ ওলাকে পরামর্শ দিয়েছেন অভিষেককে নিষিদ্ধ করে দেওয়ার ৷ কেউ বা এ ধরণের মানসিকতার নিন্দা করেছেন ৷

তবে ছেড়ে দেওয়ার পাত্র নন অভিষেকও ৷ একটি ক্যাবের পিছনে সাঁটা হনুমানজির ছবি পোস্ট করে পাল্টা এক হাত নিয়েছেন নিন্দুকদের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ওলা চালক মুসলিম, ক্যাবের বুকিং বাতিল করলেন বিজেপি সদস্য