মেঘালয়ের ৩৭৫ জন প্রার্থীর মধ্যে ২৩৩ জন বিভিন্ন জাতীয় দলের, ৬৯ জন রাজ্য দলের, ২৯ জন স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলের এবং বাকি ৪৪ জন নির্দল। রিপোর্ট মোতাবেক কংগ্রেসের ৫ জনের বিরুদ্ধে, NPP-র ৬ জনের বিরুদ্ধে, BJP-র ১ জনের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের ৩ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। ADR-এর তথ্য অনুসারে, শাসক NPP-র প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১০.৬৮ কোটি টাকা। BJP প্রার্থীদের গড় সম্পত্তি ২.৭১ কোটি টাকা। কংগ্রেস প্রার্থীদের গড় সম্পত্তি ৪.৩৪ কোটি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ক্ষেত্রে এই গড় ৪.৯৫ কোটি টাকা।
advertisement
আরও পড়ুন: '২৬/১১-র হামলাকারীরা তো এ দেশেই ঘুরে বেড়াচ্ছে', পাকিস্তানে বসেই জোর গলায় বললেন জাভেদ আখতার
শিক্ষাগত যোগ্যতার নিরিখে ৮০ জন অর্থাৎ ২১ শতাংশ দ্বাদশ পাশ, ৩৪ শতাংশ অর্থাৎ ১২৮ জন প্রার্থী স্নাতক৷ ৩৭৫ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন মহিলা৷ প্রসঙ্গত, মেঘালয়ের তুরার অন্তর্ভুক্ত রাজাবালা এলাকায় আজ জনসভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই লাগাতার প্রচার সেরে গিয়েছেন অভিষেক। মেঘালয়ের শেষ মুহূর্তের প্রচার থেকে ঝড় তুলতে চায় জোড়া ফুল শিবির।