TRENDING:

Meerut Murder: সাহিলের ছিল শেয়ার বাজারে কানেকশন, এখন জেলেই করবে চাষাবাদের কাজ

Last Updated:

Saurabh Rajput Murder Case: জেল প্রশাসন অন্যান্য বন্দিদের মতো সাহিল এবং মুসকানকেও সংশোধনমূলক কাজে এখন অন্তর্ভুক্ত করেছে। যেখানে সাহিল চাষের কাজ করছে এবং মুসকান সেলাইয়ের কাজ শিখছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Report: Vishal Bhatnagar
সাহিলের ছিল শেয়ার বাজারে কানেকশন
সাহিলের ছিল শেয়ার বাজারে কানেকশন
advertisement

মেরঠ: উত্তর প্রদেশের মেরঠে ঘটে যাওয়া সৌরভ হত্যাকাণ্ড আবারও প্রমাণ করেছে যে মানুষের কর্মই তার ভবিষ্যতের দিশা নির্ধারণ করে। কখনও শেয়ার মার্কেটে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখা সাহিল শুক্লা এখন জেলে চাষাবাদ করবে। অন্যদিকে, তার সঙ্গী মুসকান সেলাইয়ের কাজ শিখবে। উল্লেখ্য, এই খুনের ঘটনায় প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে।

advertisement

হত্যার পর সাহিল এবং মুসকানকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। জেলের নিয়ম অনুযায়ী ১০ দিনের মেয়াদ পূর্ণ হওয়ার পর তাদের আলাদা আলাদা ব্যারাকে স্থানান্তরিত করা হয়। জেল প্রশাসন অন্যান্য বন্দিদের মতো তাদেরও সংশোধনমূলক কাজে অন্তর্ভুক্ত করেছে। যেখানে সাহিল চাষের কাজ করবে এবং মুসকান সেলাইয়ের কাজ শিখছে।

আরও পড়ুন– লরেন্স বিষ্ণোইয়ের খেলা কি এবার শেষ? তৈরি ‘সিক্রেট প্ল্যান’! গ্যাংস্টারের ‘ডান হাত’-কে ধরার প্রক্রিয়া শুরু

advertisement

সাহিল বি.কম করার পর শেয়ার বাজারে কেরিয়ার গড়ার জন্য ডিজিটাল মার্কেটিং-এর কোর্স শুরু করেছিল। কিন্তু সৌরভের হত্যাকাণ্ডে জড়িত হওয়ার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। এখন জেলেই কাটছে জীবন ৷ প্রত্যেকেই তাদের ফাঁসির দাবি জানাচ্ছে।

আরও পড়ুন– অবসরপ্রাপ্ত শিক্ষক চাষ করছেন এই গাছের, মাত্র ১৫টি বিক্রি করেই তাঁর আয় ১৬ লক্ষ টাকা!

advertisement

সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট ড. ভিরেশ রাজ শর্মা জানিয়েছেন যে জেলে বন্দিদের সংশোধনের জন্য যোগ, ধ্যান, শিক্ষা, সেলাই এবং চাষাবাদের মতো কাজ করানো হয়। মুসকান সেলাই শিখতে ইচ্ছা প্রকাশ করেছে এবং সাহিল চাষাবাদ করতে চেয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

উল্লেখ্য, সাহিল এবং মুসকান মিলে সৌরভ রাজপুতকে হত্যা করে এবং তার দেহকে ১৫ টুকরো করে নীল রংয়ের একটি ড্রামে রেখে দেয়। এই হত্যাকাণ্ড গোটা দেশেই চাঞ্চল্য সৃষ্টি করে ৷ সৌরভকে খুনের পর সাহিল এবং মুসকান পাহাড়ে ছুটি কাটাতেও চলে গিয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder: সাহিলের ছিল শেয়ার বাজারে কানেকশন, এখন জেলেই করবে চাষাবাদের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল