TRENDING:

Meenakashi Lekhi on Farmers: কৃষকরা 'মাওয়ালি'! দেশজোড়া প্রতিবাদে মন্তব্য 'ভুল বোঝার' দোহাই মীনাক্ষী লেখির

Last Updated:

কৃষকদের 'মাওয়ালি' বলে উল্লেখ করে শোরগোল ফেলে দিয়েছিলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি (Meenakashi Lekhi on Farmers)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনাভাইরাসের দাপট খানিকটা কম হতেই রাজধানীতে ফের কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন আন্দোলনকারী কৃষকেরা (Farmers Protest)। সেই কৃষকদের 'মাওয়ালি' বলে উল্লেখ করে শোরগোল ফেলে দিয়েছিলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি (Meenakashi Lekhi on Farmers)। তবে এই বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই নিজের কথা ফেরত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাও কৃষকদের নিয়ে করা আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি আমার কথা ফেরত নিচ্ছি।' এদিন আন্দোলনরত কৃষকেরা দিল্লির যন্তরমন্তরে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার পরেই সেই কৃষকদের 'মাওয়ালি' বলে উল্লেখ করেছিলেন মীনাক্ষী লেখি।

তৃণমূল সাংসদ শান্তনু সেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়েছিলেন। এদিন সেই ঘটনারও নিন্দা করেন মীনাক্ষী লেখি। তিনি বলেন, 'টিএমসি সাংসদের আচরণ লজ্জাজনক। তৃণমূল ও কংগ্রেসের সদস্যরা মিথ্যে ছড়ানোর কাজ শুরু করেছে।' কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকায়েত এদিন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কৃষকরা কৃষকই। তারা গুন্ডা নয়। গোটা দেশের অন্নদাতা কৃষকরা। তাদের নিয়ে এমন মন্তব্য না করলেই ভালো করতেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন অখিল ভারতীয় কিষাণ সভার মহাসচিব হান্নান মোল্লা বলেছেন, কৃষকদের কথা সাংসদে কেউ শুনছে না। তাই জন্য আমরা সব সাংসদদের আলাদা করে চিঠি পাঠিয়েছি। আমাদের ভোটেই তো ওরা জিতেছেন। তাই আমাদের কথা ওদের শোনা উচিত। ১৩ অগাস্ট পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। রোজ ২০০ কৃষক সিঙ্ঘু সীমান্তে এসে আমাদের সঙ্গে কৃষি বিল নিয়ে আলোচনা করবে। এই আইনের বিরোধিতা চলবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meenakashi Lekhi on Farmers: কৃষকরা 'মাওয়ালি'! দেশজোড়া প্রতিবাদে মন্তব্য 'ভুল বোঝার' দোহাই মীনাক্ষী লেখির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল